ছবি: সোশাল মিডিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করল ভারত। তিন ম্যাচের সিরিজে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করলেন হরমনপ্রীত কৌররা। আগের দুই ম্যাচের মতোই তৃতীয় ম্যাচেও দুরন্ত ব্যাটিং করলেন স্মৃতি মান্ধানারা। দশ ওভার বাকি থাকতেই শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ৩-০ সিরিজ জিতল ভারত।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজ খেলেছে দুই দল। গোটা সিরিজেই দুরন্ত ছন্দে ছিলেন স্মৃতি। প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু রবিবার অল্পের জন্য সেঞ্চুরির হ্যাটট্রিক হাতছাড়া হল তাঁর। ৯০ রান করে আউট হয়ে গেলেন ভারতের তারকা ব্যাটার। তবে এদিন দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সের দৌলতে ৩-০ সিরিজ জিতল উইমেন ইন ব্লু। এরপর একটি টেস্ট খেলবে দুই দল। তার পরে রয়েছে তিন ম্যাচের টি-২০ সিরিজ।
টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরে ফেলেছিল ভারত (India Women’s Cricket Team)। এদিন নিয়মরক্ষার ম্যাচে নেমেছিলেন হরমনপ্রীতরা। টসে জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারতীয় বোলারদের আঁটসাট বোলিংয়ের সামনে গুটিয়ে যায় প্রোটিয়া ব্যাটিং। অধিনায়ক লরা উলভার্ডট সর্বোচ্চ ৬১ রান করেন। বাকি কোনও ব্যাটারই ৫০ রানের গণ্ডি পেরতে পারেননি। নির্ধারিত সময়ের শেষে ২১৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা, আট উইকেট খুইয়ে। মাত্র ২৭ রান দিয়ে বিপক্ষের দুই উইকেট তুলে নেন দীপ্তি শর্মা।
২১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে মারমুখী ব্যাটিং করেন স্মৃতি। ৮৩ বলে ৯০ রান করেন তিনি। আগ্রাসী শট খেলতে গিয়েই উইকেট খোয়ান, হাতছাড়া হয় সেঞ্চুরিও। স্মৃতি আউট হলেও অধিনায়ক হরমনপ্রীত এগিয়ে নিয়ে যান ইনিংসকে। শেষ পর্যন্ত ছক্কা হাঁকিয়ে দলকে জেতান রিচা ঘোষ। ৪০.৪ ওভারে ম্যাচ জিতে নেয় ভারত। তিন ম্যাচে ৩৪৩ রান করে সিরিজসেরার শিরোপা স্মৃতির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.