Advertisement
Advertisement

অধিনায়ক রোহিতের জয়যাত্রা অব্যাহত, এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ভারতের পকেটে

নজর কাড়লেন ভারতের তরুণরা।

India wins the series in style against West Indies | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 9, 2022 9:27 pm
  • Updated:February 9, 2022 10:02 pm  

ভারত: ২৩৭/৯ (সূর্যকুমার-৬৪, স্মিথ-২৯/২)
ওয়েস্ট ইন্ডিজ: ১৯৩/১০ (ব্রুকস-৪৪, কৃষ্ণা-১২/৪ )
৪৪ রানে জয়ী ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ম্যাচ বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ২-০-এ জিতে নিল ভারত (India)। বুধবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত ৪৪ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজকে। এদিন টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে। প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে করে ৯ উইকেটে ২৩৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ১৯৩ রানে। বল হাতে আগুন জ্বালান প্রসিদ্ধ কৃষ্ণা। ৯ ওভার হাত ঘুরিয়ে ১২ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। 

Advertisement

 দাদাদের খেলা দেখতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন এসেছিলেন ভাইরা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে সদ্যই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে এসেছেন যশ ধুলরা। স্টেডিয়ামে বসে তাঁরা দেখলেন রোহিত শর্মার দলের ‘দাদাগিরি’। ব্যাট করার সময়ে অবশ্য একসময়ে বেগ পেতে হয়েছিল ভারতীয় ব্যাটারদের। দ্রুত তিন-তিনটি উইকেট হারিয়ে একসময়ে ভারত ধুঁকছিল। রোহিত শর্মা (৫) শিক্ষানবিশের মতো আউট হন। এদিন ‘হিটম্যান’-এর সঙ্গে ওপেন করতে নামেন ঋষভ পন্থ।

[আরও পড়ুন: দলের নাম ঘোষণা করল আহমেদাবাদ, কে হবেন KKR-এর নেতা? একনজরে IPL নিলামের খুঁটিনাটি]

ভারতীয় টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্ত নিয়ে আলোড়িত হয় সোশ্যাল মিডিয়া। ব্যাট হাতে ব্যর্থ হন পন্থ (১৮)। দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি বিরাট কোহলিও (১৮)। দ্রুত তিন উইকেট চলে যাওয়ার পরে দলের হাল ধরেন লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। দু’জনে ৯১ রানের পার্টনারশিপ গড়েন। ভুল বোঝাবুঝিতে রান আউট হন লোকেশ রাহুল (৪৯)। সূর্যকুমার খেলেন ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। শেষের দিকে দীপক হুডা (২৯) ও ওয়াশিংটন সুন্দরের (২৪) লড়াইয়ে ভারত পৌঁছায় ২৩৭ রানে।

ভারতের রান তাড়া করতে নেমে শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজও দ্রুত উইকেট হারায়। ক্যারিবিয়ান শিবিরে শুরুতে ধাক্কা দেন প্রসিদ্ধ কৃষ্ণা। তাঁর বলের জবাব খুঁজে পাচ্ছিলেন না ক্যারিবিয়ান ব্যাটাররা। ব্র্যান্ডন কিং (১৮) এবং ড্যারেন ব্রাভোকে (১) ফেরান তিনি। চাহালের শিকার শাই হোপ (২৭)। কৃষ্ণার বলে নিকোলাস পুরানকে (৯) স্লিপে ধরেন রোহিত। ব্রুকস প্রতিরোধ গড়়ার চেষ্টা করেন। ব্যক্তিগত ৪৪ রানে তাঁকে ফেরান হুডা। রান পাননি হোল্ডারও (২)। আকিল হোসেন (৩৪) ও অ্যালেন (১৩) কিছুটা লড়ছিলেন। সিরাজ ফেরান অ্যালেনকে। শার্দুল ঠাকুরের বলে উইকেটের পিছনে পন্থের হাতে ধরা পড়েন আকিল হোসেন। তার পরেও লড়াই যান স্মিথ (২৪)। কিন্তু ওয়াশিংটনের বলে তিনি ফিরতেই ক্যারিবিয়ানদের জয়ের আশা শেষ হয়ে যায়। পুরো ৫০ ওভার খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৪৬ ওভারেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের প্রতিরোধ। দ্বিতীয় ওয়ানডেতে নজর কাড়লেন ভারতের তরুণরা।  

[আরও পড়ুন: ‘ভারতীয় টেস্ট দলে আপনাকে আর প্রয়োজন নেই’, ঋদ্ধিমানকে জানিয়ে দিল টিম ম্যানেজমেন্ট!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement