সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC Women’s T20 World Cup) ভারতের জয়ের ধারা অব্যাহত। পাকিস্তানকে হারানোর পরে দ্বিতীয় ম্যাচেও ভারতের জয়জয়কার। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ এদিন করেছিল ৬ উইকেটে ১১৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারতের মহিলা দল ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়।
ভারতের এই জয়ের পিছনে দীপ্তি শর্মার বড় ভূমিকা রয়েছে। অবদান রয়েছে রিচা ঘোষেরও। মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ মানেন তিনি। ধোনি যেমন শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জয় এনে দিতেন, রিচাও তেমনই। এদিন অপরাজিত থেকে ভারতকে জেতান বাংলার মেয়ে।
দীপ্তি বল হাতে তিনটি উইকেট নেন। এর ফলে প্রথম ভারতীয় হিসেবে একশো উইকেট ক্লাবের সদস্য হন তিনি। ভারতের পুরুষ ক্রিকেটারদের মধ্যে যুজবেন্দ্র চহাল ৯১টি উইকেটের মালিক। ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর, শেমাইন ক্যাম্পবেল এবং অ্যাফি ফ্লেচার দীপ্তির শিকার। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের মধ্যে টেলর সর্বোচ্চ ৪২ রান করেন। তার পরেই রয়েছে ক্যাম্পবেলের ৩০ রান।
ওয়েস্ট ইন্ডিজের রান তাড়া করতে নেমে শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা শুরুটা ভালই করেছিলেন। দলীয় রান যখন ৩২ তখন ব্যক্তিগত ১০ রানে ডাগ আউটে ফেরেন স্মৃতি। জেমাইমা রডরিগেজ মাত্র ১ রান করেন। ৩৫ রানে দ্বিতীয় উইকেট যায় ভারতের। শেফালি ভার্মা ব্যক্তিগত ২৮ রানে ফেরেন। ভারতের রান তখন ৪৩। এই অবস্থায় অধিনায়ক হরমনপ্রীত কউর ৩৩ রান করেন। রিচা ঘোষ নেমে চটজলদি ৩২ বলে ৪৪ রান করেন। ১১ বল বাকি থাকতে ভারত ম্যাচ জিতে নেয়। ব্যাট হাতে রিচার দাপট আরও একবার দেখা গেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.