Advertisement
Advertisement

ইতিহাসের মোতেরায় আজ রোহিতের ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা ভারতীয় ক্রিকেটের হাজারতম ওয়ান ডে হতে চলেছে।

India will take On West Indies in First One Day at Motera | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 6, 2022 9:29 am
  • Updated:February 6, 2022 11:21 am  

স্টাফ রিপোর্টার: ভারতীয় ক্রিকেটে প্রচুর মাইলস্টোনের সাক্ষী মোতেরা (Motera)(এখন অবশ্য নাম বদলেছে)। টেস্ট ক্রিকেটে সুনীল গাভাসকরের দশ হাজার রান থেকে টেস্টে শচীন তেণ্ডুলকরের প্রথম ডাবল সেঞ্চুরি। ছিয়ানব্বইয়ের ভিভিএস লক্ষ্মণের টেস্ট অভিষেক হয়েছিল এখানে। রবিবার ভারতীয় ক্রিকেটের আরও একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে আমেদাবাদের এই স্টেডিয়াম।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) ম্যাচটা ভারতীয় ক্রিকেটের হাজারতম ওয়ান ডে হতে চলেছে। এই ম্যাচটা নিয়ে আবেগের স্রোত বয়ে যাওয়ার কথা। অন্য সময় হলে সেটা নিশ্চিতভাবে হতও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তনদের উড়িয়ে নিয়ে আসা হত। বিসিসিআই অত্যন্ত জাঁকজমকভাবেই ম্যাচটার আয়োজন করত। কিন্তু করোনা পরিস্থিতির জন্য সে’সব কিছুই হচ্ছে না। কারণ এখন সেটা করতে গেলে, ঝুঁকির হয়ে যেতে পারে বলেই মনে করছেন বোর্ড কর্তারা। বোর্ডের এক কর্তা সংবাদ প্রতিদিন-কে দিন দু’য়েক আগেই বলে দিয়েছিলেন, করোনা পরিস্থিতির মধ্যে কোনওরকম ঝুঁকি তাঁরা নিতে চায় না। দুটো টিমকে সংবর্ধিত করা হবে কি না, সেটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বোর্ডের কেউ কেউ বলছিলেন, দুটো টিমই বায়োবাবলে রয়েছে। ফলে কী করে তাদের সংবর্ধিত করা সম্ভব? 

Advertisement

[আরও পড়ুন: ইতিহাসের পাতায় যশ ধূলরা, ইংল্যান্ডকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়ন ভারত]

শোনা গেল, বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) শনিবার রাতেই আমেদাবাদ উড়ে গিয়েছেন। বোর্ডের বাকি কর্তারাও চলে আসছেন। এর বাইরে আলাদা করে কিছুই হচ্ছে না।

আমেদাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আগেই ঘোষণা করে দিয়েছিল, ওয়ান ডে সিরিজের পুরোটাই হবে দর্শকছাড়া। অর্থাৎ ফাঁকা গ্যালারির সামনেই রোহিত শর্মার টিমকে ঐতিহাসিক ম্যাচটা খেলতে হবে। ক্যাপ্টেন রোহিতের কাছেও ম্যাচটার আলাদা একটা গুরুত্ব রয়েছে। বিরাট কোহলি এখন আর ওয়ান ডে ক্যাপ্টেন নন। ওয়ান ডে’তে পাকাপাকিভাবে ক্যাপ্টেন রোহিতের অভিষেক ঘটতে চলেছে।

তবে রবিবার বেশ কয়েকজন জুনিয়রকে দেখা যেতে পারে টিমে। শিখর ধাওয়ান-সহ চারজন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। শিখর না থাকায় রোহিতের সঙ্গে ওপেন করতে যাবেন ঈষান কিষান। সাংবাদিক সম্মেলনে এসে রোহিত সেটা বলেও গিয়েছেন। অভিষেক হতে পারে দীপক হুডার। অনেক দিন পর প্রত্যাবর্তন ঘটতে চলেছে কুলদীপ যাদবেরও। ইদানীং তাঁকে ভারতীয় দলে ব্রাত্য করে রাখা হচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কুলদীপ নিজের সর্বস্ব উজাড় করে দেবেন, সেটা বলে দেওয়াই যায়।

সবমিলিয়ে স্মরণীয় একটা ম‌্যাচকে আরও স্মরণীয় করে রাখতে চাইছে টিম ইন্ডিয়া।

[আরও পড়ুন: U-19 World Cup: যুব বিশ্বচ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা বোর্ডের, প্রত্যেক ক্রিকেটার পাবেন ৪০ লক্ষ টাকা]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement