Advertisement
Advertisement

Breaking News

Indian Cricket Team

দুম্যাচ জিতে দারুণ ছন্দে টিম ইন্ডিয়া, আমেরিকায় আজ ভারত বনাম ‘মিনি ভারত’

মার্কিন যুক্তরাষ্ট্র দলে বেশিরভাগই ভারতীয় বংশদ্ভুত।

Indian Cricket Team will take on USA in ICC T20 World Cup

বিশ্বকাপে দারুণ ছন্দে বুমরাহ।

Published by: Krishanu Mazumder
  • Posted:June 12, 2024 8:45 am
  • Updated:June 12, 2024 9:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম‌্যাচটার একটা অদ্ভুত ট‌্যাগলাইন দেওয়া হয়েছে। বলা হচ্ছে নাসাও কাউন্টি স্টেডিয়ামে বুধবার যুদ্ধটা মূলত ভারত বনাম মিনি ভারতের। শুনে অদ্ভুত লাগছে নিশ্চয়ই। আসলে টিমটার নাম শুধুই যুক্তরাষ্ট্র। ক্রিকেটারদের বেশিরভাগই ভারতীয় বংশদ্ভুত। অধিনায়ক মোনাক প‌্যাটেল যেমন। 
পাকিস্তানকে হারানোর নায়ক সৌরভ নেত্রভালকর আবার একটা সময় অনূর্ধ্ব উনিশ ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলেছেন। হরমীত সিং, মিলিন্দ কুমার, প্রতে‌্যকেরই জন্ম ভারতে। আর ক্রিকেটের হাতে খড়িও এদেশেই। স্বাভাবিকভাবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের নামার আগে সৌরভ-মোনাকরা রীতিমতো ফুটছেন। একইসঙ্গে আবেগতাড়িতও হয়ে পড়ছেন। নেত্রভালকর একটা সময় সূর্যকুমার যাদবের সঙ্গে অনূর্ধ্ব ১৫ পর্যায় থেকে শুরু করে বিজায় হাজারে, রনজি খেলেছেন। ভারতের বিরুদ্ধে নামার আগে যুক্তরাষ্ট্রের এই বাঁ-হাতি পেসার বলেছেন, ‘‘ভারতের বিরুদ্ধে খেলতে নামার মুহূর্তটা আমার কাছে প্রচণ্ড আবেগের হতে চলেছে। বিশেষ করে সূর্যের বিরুদ্ধে খেলা।’’
তবে যুক্তরাষ্ট্র টিমের তরফ থেকে আবার একটা প্রচ্ছন্ন হুঙ্কারও দিয়ে রাখা হচ্ছে। বলা হচ্ছে পাকিস্তানের পর ভারতকেও তারা হারিয়ে দিতে পারে। 

[আরও পড়ুন: টানটান লড়াই বেঙ্গল প্রো টি-২০র প্রথম ম্যাচে, জয় পেল শিলিগুড়ি স্ট্রাইকার্স

ধারে-ভারে অবশ‌্য টিম ইন্ডিয়ার থেকে কয়েকশো যোজন পিছিয়ে যুক্তরাষ্ট্র। তাই বলে আবার ভাববেন না রোহিতরা প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে। এমনিতেই দুটো ম‌্যাচ জিতে সুপার এইটের রাস্তা অনেকটাই পরিষ্কার করে ফেলেছে ভারত। আর একটা ম‌্যাচ জিতলে শেষ আট একেবারে নিশ্চিত। রোহিতরাও সেটা আর ফেলে রাখতে চাইছে না। যুক্তরাষ্ট্রকে হারিয়ে বুধবারই তা নিশ্চিত করে নিতে চান। 
পাকিস্তানকে হারালেও ব‌্যাটিং নিয়ে কিছুটা হলেও চিন্তা থেকে যাচ্ছে। বিশেষ করে মিডল অর্ডার যেভাবে ব‌্যর্থ হয়েছে, সেটা অবশ‌্যই অস্বস্তির। তারউপর নাসাওর উইকেট আরও মাথাব‌্যথার কারণ। টিম কম্বিনেশন নিয়েই আলোচনা চলছে। শিবম দুবে প্রথম দুটো ম‌্যাচে ব‌্যর্থ হয়েছেন। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে আউট হয়েছেন, সেটা নিয়ে প্রশ্ন উঠছে আরও। তাঁর জায়গায় অন‌্য কাউকে খেলানো হয় কি না, সেটাই দেখার।

Advertisement

[আরও পড়ুন: দুরন্ত লড়াই করেও স্বপ্নভঙ্গ, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায় ‘সুনীলহীন’ ভারতের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement