Advertisement
Advertisement
Manmohan Singh

প্রয়াত মনমোহন, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে কালো ব্যান্ড পরে মাঠে রোহিতরা

মেলবোর্ন টেস্টে অজিদের বিরুদ্ধে খেলছেন রোহিত শর্মারা।

India wears black arm band to remember Manmohan Singh
Published by: Anwesha Adhikary
  • Posted:December 27, 2024 9:42 am
  • Updated:December 27, 2024 10:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯২ বছর বয়সে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে এদিন কালো ব্যান্ড পরে মাঠে নামল ভারতীয় দল। মেলবোর্ন টেস্টে অজিদের বিরুদ্ধে খেলছেন রোহিত শর্মারা। দ্বিতীয় দিনে খেলার শুরুতেই দেখা গেল, ক্রিকেটার-সহ দলের প্রত্যেকের হাতেই বাঁধা রয়েছে কালো ব্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারতের মহিলা ব্রিগেডও কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নেমেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতেই আচমকা অজ্ঞান হয়ে যান প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমসে। রাত ৯টা ৫১ মিনিটে হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ রাজনীতিবিদ। তাঁর প্রয়াণের খবর পেয়ে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকপ্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মনমোহনের মৃত্যুর খবর অজিভূমে পৌঁছয় সেখানকার স্থানীয় সময় গভীর রাতে। তাই শুক্রবার সকাল থেকে শোক প্রকাশ করছেন সেখানকার স্থানীয় জনতা। কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নামে গোটা ভারতীয় দল। খেলা দেখতে স্টেডিয়ামে আসা ক্রিকেটপ্রেমীরাও শোকাহত। তাঁদের মতে, অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসাবে ভারতকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন মনমোহন সিং। উল্লেখ্য, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীনই ভারত একাধিক সাফল্য পেয়েছে। টি-২০ বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এসেছিল ভারতে। 

তবে মেলবোর্ন টেস্টে যথেষ্ট চাপে ভারত। প্রথম ইনিংসে স্টিভ স্মিথের দুরন্ত সেঞ্চুরিতে ৪৭৪ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। পালটা ব্যাট করতে নেমে বিশ্রীভাবে আউট হয়েছেন রোহিত। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে এই প্রথমবার ওপেন করতে নামেন ভারত অধিনায়ক। সেখানেই হতশ্রী পারফর্ম করেন তিনি। চায়ের বিরতির আগে আউট হয়েছেন কে এল রাহুলও।  

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement