Advertisement
Advertisement

Breaking News

বিরাট রোহিত চাহাল

আজ নয়া রেকর্ডের সামনে কোহলি-চাহাল, দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

সিরিজ সমতায় ফেরাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ।

India vs West Indies 2nd T20: Virat Kohli on the verge of creating 2 records
Published by: Sulaya Singha
  • Posted:December 8, 2019 11:57 am
  • Updated:December 8, 2019 11:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বীর বিক্রমে হায়দরাবাদে সমস্ত লাইমলাইট একাই কেড়ে নিয়েছিলেন বিরাট। কখনও আগ্রাসী ব্যাটিং দিয়ে মুগ্ধ করেছেন তো কখনও অভিনব সেলিব্রেশনে অবাক করেছেন দর্শকদের। তিরুবনন্তপুরমেও সেই একই ছন্দে ক্যাপ্টেন কোহলিকে দেখতে উৎসুক ক্রিকেটপ্রেমীরা। রবিবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে যাঁর সামনে জোড়া রেকর্ডের হাতছানি।

বিরাট কোহলি মাঠে নামবেন অথচ কোনও রেকর্ড তৈরি হবে না, এমনটা এখন ভাবনারও অতীত। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৯৪ রানে অপরাজিত থেকে একগুচ্ছ রেকর্ড ঝুলিতে ভরেছিলেন। এদিনও একইরকম সুযোগ তাঁর সামনে। ঘরের মাঠে টি-টোয়েন্টিতে বর্তমানে ৯৭৫ রানের মালিক কোহলি। আর ২৫ রান করতে পারলেই এই ফরম্যাটে দেশের মাটিতে এক হাজার রান হয়ে যাবে তাঁর। নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল ও কলিন মুনরোর পর বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই অনন্য নিজর গড়বেন ভারত অধিনায়ক। এখানেই শেষ নয়, আজ মাত্র তিন রান করলেই সতীর্থ রোহিত শর্মাকে টপকে ছোট ফরম্যাটের ফের সর্বোচ্চ রান প্রাপকের তকমা গায়ে চাপাবেন তিনি। ২,৫৪৭ রান করে আপাতত তালিকার শীর্ষে রয়েছেন ভারতীয় দলের হিটম্যান। তবে তিনিও ঘুরে দাঁড়াতে মরিয়া। গত ম্যাচে আট রানেই ফিরতে হয়েছিল প্যাভিলিয়নে। তাই এদিন ফের নিজের জাত চেনানোর চেষ্টা করবেন রোহিত। 

Advertisement

[আরও পড়ুন: ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লড়াই মোহনবাগানের, ৩ পয়েন্ট ছাড়া ভাবছেন না প্লাজারা]

তবে শুধুই ব্যাটসম্যানদের নয়, রেকর্ডের হাতছানি বোলারদের সামনেও। গত ম্যাচে জোড়া উইকেট নেওয়ার পরই টি-টোয়েন্টিতে অশ্বিনের রেকর্ড স্পর্শ করেছিলেন যুজবেন্দ্র চাহাল। ৩৫টি টি-টোয়েন্টিতে ৫২টি উইকেট ঝুলিতে ভরেছেন। এদিন আর একটি উইকেট নিতে পারলেই অশ্বিনকে টপকে যাবেন তিনি। 

আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে ভারতের। অন্যদিকে পরপর দুই ম্যাচে হারলে কোণঠাসা হয়ে পড়বে ওয়েস্ট ইন্ডিজ। তাই পোলার্ড বাহিনীও যে আজ সহজে হাল ছাড়বে না, তা আন্দাজ করাই যায়। গত ম্যাচে কোহলিরা জিতলেও এদিন দলে দু-একটা বদল ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত ম্যাচে চার ওভারে ৫৬ রান দিয়েছেন দীপক চাহার। তাই তাঁকে বসিয়ে দুরন্ত ফর্মে থাকা মহম্মদ শামিকে আনা হতে পারে। এদিকে সুযোগ দেওয়া হতে পারে সঞ্জু স্যামসনকে। সেক্ষেত্রে শিবম দুবে অথবা ওয়াশিংটন সুন্দরের মধ্যে কোনও একজন থাকবেন প্রথম একাদশে। এছাড়া তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে রোহিত-কোহলির কীর্তি দেখার পাশাপাশি পন্থ ছন্দে ফিরতে পারেন কি না, সেদিকেও নজর থাকবে সকলের।  

[আরও পড়ুন: আজব ম্যাচ! শূন্য রানে আউট ৯ ব্যাটসম্যানই, দলের স্কোর ৮]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement