সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে সিরিজ জয়ের পর এবার লক্ষ্য টি-২০। মঙ্গলবারই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে চায় Team India। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর এমনিতেই আত্মবিশ্বাসে ভরপুর টিম ইন্ডিয়া। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করেই মঙ্গলবার লঙ্কাব্রিগেডকে পরাস্ত করার লক্ষ্যে নামছে রাহুল দ্রাবিড়ের তরুণ তুর্কিরা। তাছাড়া দুর্বল শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ধারেভারে এগিয়েই রয়েছে Team India।
এমনিতে অনভিজ্ঞ শ্রীলঙ্কার বিরুদ্ধে এগিয়ে থেকেই শুরু করবে Team India। তাছাড়া সাম্প্রতিক অতীতে শ্রীলঙ্কার ফর্ম অত্যন্ত খারাপ। শেষ ১৪টি টি-২০ ম্যাচে তাঁদের হারের মুখ দেখতে হয়েছে। এমনকী ব্যাট হাতে শ্রীলঙ্কা ১৯০ রানের গণ্ডি শেষ টপকেছে দু’বছর আগে। তবে, ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের অঘটনের পর ভারতীয় দল শ্রীলঙ্কাকে (Sri Lanka) হালকাভাবে নিলে ভুল করবে। তাছাড়া, প্রথম টি-টোয়েন্টিতেও একটা সময় ভালই লড়ছিল দসুন সনাকার তরুণ ব্রিগেড। তাই টিম ইন্ডিয়া এদিন সতর্কভাবেই নামছে। তাছাড়া, ভারতীয় দলেও বেশ কয়েকটি চিন্তার জায়গা রয়েছে। বিশেষ করে অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ব্যাটিং ফর্ম ভাবাচ্ছে রাহুল দ্রাবিড়দের। এদিন ভারতীয় সমর্থকদের বিশেষ নজর থাকবে হার্দিকের দিকে।
এমনিতে, গোটা শ্রীলঙ্কা সফরেই পরীক্ষানিরীক্ষার পথে হেঁটেছে ভারতীয় দল। প্রথম সারির বেশ কয়েকজন তারকাকে ছাড়াই গিয়েছে ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপে জাতীয় দলে যে ফাঁকফোকর রয়ে গিয়েছে, সেসব পূরণ করাই এই সিরিজের মূল লক্ষ্য। অথচ, সীমিত ওভারের সিরিজের চার ম্যাচের পরেও দেবদূত পাড়িক্কল এবং ঋতুরাজ গায়কোয়াড়রা সুযোগ পাননি। সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে তাঁরা সুযোগ পান কিনা সেদিকে নজর থাকবে ক্রিকেটমহলের। পাড়িক্কলরা এই ম্যাচে সুযোগ পান নাকি মঙ্গলবার সিরিজ জয় নিশ্চিত করে নিয়ে শেষ ম্যাচে তাঁদের সুযোগ দেওয়া হবে, সেটাই বড় প্রশ্ন। যদি, এই ম্যাচে ভারত পরীক্ষা নিরীক্ষার পথে না হাঁটে তাহলে এদিনও ভারতীয় দল অপরিবর্তিত থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.