Advertisement
Advertisement

Breaking News

India vs Sri Lanka

ভ্যান্ডারসের স্পিন জাদুতে বন্দি ভারত, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ধরাশায়ী রোহিতরা

৩২ রানে জয় শ্রীলঙ্কার।

India vs Sri lanka: India Cricket Team lost against Sri Lanka in second ODI
Published by: Arpan Das
  • Posted:August 4, 2024 9:58 pm
  • Updated:August 4, 2024 10:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ যে টাই হবে, তা কে ভেবেছিল? মাত্র ২৩০ রানের সামনে ধরাশায়ী হয়ে যায় রোহিত শর্মার টিম ইন্ডিয়া। দেশের হয়ে কোচিং কেরিয়ারের প্রথম ওডিআই ম্যাচ যে এই পরিস্থিতিতে দাঁড় করাবে তা হয়তো চিন্তাতেও ছিল না গম্ভীরের। স্বাভাবিকভাবেই আশা করা গিয়েছিল, দ্বিতীয় ম্যাচে সেই শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে ভারত। কিন্তু এই ম্যাচে জেফ্রে ভান্ডেরসের স্পিন বোলিংয়ে সেই ব্যাটিং ব্যর্থতারই সাক্ষী থাকলেন রোহিত-কোহলির দেশের ক্রিকেটভক্তরা। ৩২ রানে জিতল শ্রীলঙ্কা।

এদিনও টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্কা। আগের ম্যাচে বল পরের দিকে নিচু হয়ে এসেছে। স্পিন করেছে। এদিনও ভারতের ব্যাটিংয়ের সময় সেটাই হল। ঠিক যেভাবে প্রথম দিকে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদবরা। ম্যাচের প্রথম বলেই পাথুম নিসঙ্কাকে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। কিন্তু তার পরই দাঁড়িয়েছেন আবিষ্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস। দুজনের জুটিতে উঠে যায় ৭৪ রান। সেখান থেকে পর পর ধাক্কা দেন ওয়াশিংটন। দুজনের উইকেট হারানোর পর কেউই ক্রিজে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। দু’ওভার হাত ঘোরান ভারত অধিনায়ক রোহিত শর্মাও। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ইনিংস থামে ২৪০ রানে।

Advertisement

 

[আরও পড়ুন: বল করতে হবে ব্যাটারদেরও! গম্ভীর যুগে টিম ইন্ডিয়ার অস্ত্র নতুন ‘চমক’]

এদিনের ভারতের ব্যাটিং যেন আগের ম্যাচের রিপ্লেই ঘটল। রোহিত যতক্ষণ ব্যাট করছিলেন, ততক্ষণ মনেই হয়নি ভারত ম্যাচ হারতে পারে। যেই বল করতে আসুক না কেন, সব পড়ছিল মাঠের বাইরে। ৪৪ বলে ৬৪ রান করে আউট হন তিনি। ৫টি চারের সঙ্গে ৪টি ছয়ও ছিল তাঁর ইনিংসে। সঙ্গে ভালো ব্যাট করছিলেন শুভমান। কিন্তু তাঁরা দুজন ফিরে যেতেই ধরাশায়ী ভারতীয় ব্যাটিং। এদিনও রান পেলেন না বিরাট কোহলি। শূন্য রানে ফিরে গেলেন শিবম দুবে। একদিকে অক্ষর প্যাটেল কিছুটা চেষ্টা করলেও কারওর সঙ্গ পেলেন না। শ্রেয়স আইয়ার, কেএল রাহুলও দ্রুত আউট হয়ে ফিরে গেলেন। সেখানেই ম্যাচ থেকে হারিয়ে যায় ভারত। ৬ উইকেট নিয়ে ভারতের ব্যাটিংকে চুরমার করে দেন জেফ্রে ভ্যান্ডারসে। এর ফলেই ২০৮ রানে শেষ হলে গেল ভারতের ইনিংস। যদিও শুরুতে রোহিতের সঙ্গে ভালো শুরু করেন শুভমান (৩৫)। পরে চেষ্টা করেন অক্ষর প্যাটেল (৪৪)। তবে ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট ছিল না। ফলে ৩২ রানে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা।

 

[আরও পড়ুন: আতঙ্কের অলিম্পিক! মিউনিখে জঙ্গি হানায় প্রাণ হারান ১১ অ্যাথলিট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement