শ্রীলঙ্কা: ২৩০/৮ (পাথুম ৫৬, ওয়েল্লালাগে ৬৭, অক্ষর ৩৩/২)
ভারত: ২৩০/১০ (রোহিত ৫৮, অক্ষর ৩৩, আসালঙ্কা ৩০/৩)
ম্যাচ টাই।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজে সাফল্যে এসেছে গম্ভীর-সূর্য জুটিতে। এবার ওয়ানডে ক্রিকেটের পালা। ভারতের ক্রিকেটভক্তদের নজর ছিল রোহিত শর্মার সঙ্গে গম্ভীরের জুটির জয় দেখার জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মাঠে নামলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিন্তু সেই ম্যাচ অমীমাংসিত থেকে গেল। শ্রীলঙ্কার পর ভারতের ইনিংসও থামল ২৩০ রানেই। বলা যায়, জেতা ম্যাচ মাঠেই ফেলে এল টিম ইন্ডিয়া।
এদিনে প্রেমদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্কা। কিন্তু শুরুতেই ধাক্কা দেন মহম্মদ সিরাজ। আবিষ্কা ফার্নান্দোকে তৃতীয় ওভারেই উড়িয়ে দেন ভারতীয় বোলার। পাথুম নিসঙ্কা একটা দিক ধরে রাখলেও রানের গতি একেবারেই বাড়েনি। অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবের আটসাঁট বোলিংয়ে ফাঁদে পড়ে যান শ্রীলঙ্কার ব্যাটাররা। একের পর এক এক ফিরে যান কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্কারা। ১০১ রানের মধ্যেই ৫ উইকেট ফিরে যায় তাঁদের। শেষের দিকে দুনিথ ওয়েলালাগে হাফসেঞ্চুরি না করলে ২০০ রানের গণ্ডি পেরনো মুশকিল হত তাঁদের পক্ষে। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৫ বলে ৬৭ রান করে। শেষের দিকে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান হাসারাঙ্গা ও আকিলা ধনঞ্জয়। ভারতের হয়ে একটি করে উইকেট নেন সিরাজ, কুলদীপ, ওয়াশিংটন। দুটি করে উইকেট ঢোকে অক্ষর ও অর্শদীপের জুটিতে। শ্রীলঙ্কার ইনিংস থামে ২৩০ রানে।
কিন্তু এই রান তুলতে যে কালঘাম ছুটবে ভারতের, তা শুরুতে রোহিত শর্মার ব্যাটিং দেখে মনে হয়নি। প্রথম থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। যেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফর্মকেই ফের একবার ঝালিয়ে নিলেন শ্রীলঙ্কার মাটিতে। ৪৭ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরে যান হিটম্যান। অন্যদিকে শুভমান গিল এখনও পুরনো ছন্দ খুঁজে বেড়াচ্ছেন। ৩৫ বলে মাত্র ১৬ রান করে আউট হন তিনি। চার নম্বরে নেমে চলল না ওয়াশিংটন সুন্দরের ব্যাটও। ভালো শুরু করেও ব্যর্থ হন বিরাট কোহলি। মাত্র ২৪ রান করে থেমে গেল তাঁর ইনিংস। বিতর্কিত অধ্যায় পেরিয়ে দেশের জার্সিতে ফেরা শ্রেয়স আইয়ারও বেশি রান পেলেন না। আচমকা তিনজনের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান কেএল রাহুল ও অক্ষর প্যাটেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়ানডেতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন অক্ষর। রাহুলও ওয়ানডে দলে ফিরে এসে কার্যকরী ইনিংস খেলে যান।
যদিও শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারলেন না দুই তারকা। বরং তাঁদের আউটের পর দলকে এগিয়ে নিয়ে যান শিবম দুবে। সঙ্গে পান কুলদীপ যাদবকে। কিন্তু ৪৮ তম ওভারে তিনি আউট হওয়ায় ম্যাচ জেতাতে পারলেন না কেউই। ম্যাজিক দেখালেন শ্রীলঙ্কার হাসারঙ্গা। একই ওভারে দু উইকেট তুলে ভারতকে আটকে দিলেন তিনি। সব উইকেট হারিয়ে ভারতের ইনিংসও থামে ২৩০ রানে। অমীমাংসিত থেকে যায় খেলার ফল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.