শ্রীলঙ্কা: ২৭৫/৯ (ফার্নান্দো-৫০, আশালঙ্কা- ৬৫, চাহাল-৫০/৩, ভুবি-৫৪/৩)
ভারতের ব্যাটিং বাকি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কা সফরে ভারতের টিম বি পাঠিয়ে সে দেশকে অপমান করা হয়েছে। এমনই দাবি করে ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রাক্তন লঙ্কা তারকা অর্জুন রণতুঙ্গা। কিন্তু সেই বি টিমের কাছেই রীতিমতো নাস্তানাবুদ হতে হচ্ছে মিনোদ ভানুকাদের। প্রথম ম্যাচে সহজ জয়ের পর দ্বিতীয় ম্যাচেও হোম ফেভারিটদের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করলেন ভুবি-চাহালরা। আর তাতেই ২৭৫ রানে বেঁধে ফেলা গেল তাদের। ভুবনেশ্বরের (B Kumar) সুইং হোক কিংবা চাহালের গুগলি, কোনও ঝড়ই সামলাতে পারেনি লঙ্কাবাহিনীর ব্যাটিং অর্ডার।
2nd ODI. 49.6: B Kumar to C Karunaratne (44), 4 runs, 275/9 https://t.co/HHeGcqYsmm #SLvIND
— BCCI (@BCCI) July 20, 2021
এদিন টসে জিতে শুরুটা মন্দ করেনি শ্রীলঙ্কা (Sri Lanka)। ফার্নান্দো ও ভানুকার ওপেনিং জুটি বেশ ভালভাবেই সামলাচ্ছিলেন পেসারদের। ৪২ বলে ৬টি বাউন্ডারি হাঁকিয়ে ৩৬ রান করেন অধিনায়ক ভানুকা। হাফ সেঞ্চুরি করে ভুবির ডেলিভারিতে প্যাভিলিয়নে ফেরেন ফার্নান্দো। কিন্তু তাঁরা ফেরার পরই ধস নামে মিডল অর্ডারে। আশালঙ্কা ছাড়া আর কাউকেই ক্রিজে টিকতে দেননি ভারতীয় পেসার ও স্পিনাররা। তিনটি করে উইকেট তুলে নেন ভুবি ও চাহাল। দু’টি উইকেট পান দীপক চাহার।
একদিকে যখন কাউন্টি সিলেক্ট একাদশের বিরুদ্ধে রোহিতের নেতৃত্বে প্র্যাকটিস ম্যাচে নেমেছে টিম ইন্ডিয়া (Team India), তখন শ্রীলঙ্কায় আজই ওয়ানডে সিরিজ পকেটে পুরতে মরিয়া শিখর ধাওয়ানরা।
প্রথমবার ভারতীয় সিনিয়র দলের কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তরুণদের তৈরি করার গুরু দায়িত্ব তাঁর কাঁধে। পাশাপাশি অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করার তাগিদ ধাওয়ানেরও। একই সঙ্গে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে বিশ্বকাপের দল জায়গা করে নেওয়ারও মরিয়া চেষ্টা তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.