Advertisement
Advertisement

Breaking News

India vs Sri Lanka

বদলে গেল শ্রীলঙ্কা সফরের সূচি, কবে পরীক্ষা শুরু কোচ গম্ভীরের?

এই সিরিজে ভারতের কোচ হিসেবে অভিষেক ঘটতে চলেছে গৌতম গম্ভীরের।

India vs Sri Lanka: BCCI announced revised schedule for limited over series

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:July 14, 2024 10:57 am
  • Updated:July 14, 2024 10:57 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের এখনও প্রায় দুসপ্তাহ বাকি। সেখানে ভারতের কোচ হিসেবে অভিষেক ঘটতে চলেছে গৌতম গম্ভীরের। কিন্তু আচমকাই দিনক্ষণ বদলে গেল শ্রীলঙ্কা সফরের। বিসিসিআই (BCCI) থেকে নতুন তারিখ জানিয়ে দেওয়া হল ভারত-শ্রীলঙ্কার (India vs Sri Lanka) ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের। 

প্রথমে ঠিক ছিল ২৬ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাল্লেকেলের স্টেডিয়ামে মাঠে নামবে টিম ইন্ডিয়া। পরের দুটি ম্যাচ হবে ২৭ জুলাই ও ২৯ জুলাই। কিন্তু নতুন সূচিতে টি-টোয়েন্টি সিরিজ শুরু একদিন পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ, প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৭ জুলাই। পরের দুটি ম্যাচ হবে ২৮ জুলাই ও ৩০ জুলাই। সব ম্যাচই হবে পাল্লেকেলে স্টেডিয়ামে। ভারতীয় সময় সন্ধে ৭টায় শুরু হবে ম্যাচ।

Advertisement

[আরও পড়ুন: ফের ভারতের ‘বিশ্বজয়’! লেজেন্ডসদের ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন যুবরাজরা]

সেই অনুযায়ী পিছিয়ে যাচ্ছে তিনটি ওয়ানডে ম্যাচের সূচিও। ১ আগস্টের বদলে টিম ইন্ডিয়া মাঠে নামবে ২ আগস্ট। তবে বাকি দুটি ম্যাচের দিনক্ষণ বদলাচ্ছে না। ৪ আগস্ট ও ৭ আগস্টের ওয়ানডে ম্যাচগুলি হবে কলম্বোতে। সেগুলি শুরু হবে ভারতীয় সময় দুপুর আড়াইটায়।

Advertisement

বিশ্বজয়ের পর কোচের দায়িত্ব থেকে সরে গিয়েছেন রাহুল দ্রাবিড়। সেই পদে এসেছেন গৌতম গম্ভীর। দ্রাবিড় সভ্যতার সমাপ্তির পর গম্ভীর যুগের সূচনা কীরকম হয়, সেদিকে সবার নজর থাকবে। এই সফরে যদিও যাচ্ছেন না বিরাট কোহলি আর রোহিত শর্মা। বিশ্বকাপের পর তাঁরা দুজনেই অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি-২০ থেকে। কিন্তু শ্রীলঙ্কা অভিযানে একদিনের দলেও থাকছেন না দুজনে। বিশ্রাম দেওয়া হচ্ছে দুই তারকাকে। সেই জায়গায় নেতৃত্ব সামলাতে পারেন হার্দিক পাণ্ডিয়া অথবা কে এল রাহুল।

[আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে নায়ক সুয়ারেজ, টাইব্রেকারে কানাডাকে হারিয়ে কোপায় তৃতীয় স্থান উরুগুয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ