Advertisement
Advertisement
IND vs PAK

আমেরিকায় আলোড়ন ফেলবে ভারত-পাক ম্যাচ, মার্কিন ক্রিকেট নিয়ে আশাবাদী গেইল

ভারত-পাকিস্তানের জন্য তৈরি মার্কিন মুলুক।

India vs Pakistan ICC T20 World Cup match in New York going to be phenomenal, says Chris Gayle। Sangbad Pratidin

গত ২০ ওভারের কাপ যুদ্ধে বিরাট কোহলির কাছেই হেরেছিল পাকিস্তান। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 29, 2024 1:36 pm
  • Updated:February 29, 2024 1:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই প্রতিযোগিতার সূচি ঘোষণা হয়ে গিয়েছে। এবং প্রতিযোগিতার সবথেকে হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ নিয়ে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে। আগামী ৯ জুন নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বাইশ গজে মুখোমুখি হবেন বিরাট কোহলি (Virat Kohli)-শাহিন শাহ আফ্রিদিরা (Shaheen Shah Afridi)। অন্য ক্রিকেটপ্রেমীদের মতো ক্রিস গেইলও (Chris Gayle) ‘মাদার অফ অল ব্যাটল’ নিয়ে মজে রয়েছেন।

‘ইউনিভার্স বস’ বলেন, “আইসিসি ক্রিকেটকে বাকি দেশগুলোতে ছড়িয়ে দেওয়ার জন্য একাধিক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি আমেরিকার মাটিতে টি-২০ বিশ্বকাপ আয়োজন হতে চলা। আসন্ন কাপ যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন মুলুকে ক্রিকেট নিয়ে আলোড়ন পড়ে যাবে।”

Advertisement

[আরও পড়ুন: টেস্টে ৬৯৮ উইকেট নেওয়া অ্যান্ডারসনের ‘বোলিং গুরু’ কে? নাম জানলে চমকে যাবেন]

২০২২ সালে টি-২০ বিশ্বকাপের পর ২০২৩ সালের এশিয়া কাপ। এবং গত ৫০ ওভারের কাপ যুদ্ধেও ভারতের কাছে হার মেনেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তবুও আসন্ন টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মা (Rohit Sharma)-মহম্মদ রিজওয়ানদের (Mohammad Rizwan) লড়াই নিয়ে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে। মেগা ম্যাচের প্রসঙ্গ উঠতেই প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার বলেন, “ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিউ ইয়র্কে আয়োজিত হবে। ভাবলেই দারুণ লাগছে। আমার মতো অনেকেই এই বিশেষ ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছি। গত বছর আমেরিকার বুকে প্রথমবার টি-২০ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এবং দারুণ সাড়া ফেলেছিল। আশাকরি এবারের টি-২০ বিশ্বকাপও তেমনভাবেই সুপার হিট হবে।”

নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির আসন সংখ্যা মাত্র ৩৪ হাজার। তবে মনে করা হচ্ছে ম্যাচ শুরু হওয়ার অনেক মাস আগেই পুরো টিকিট বিক্রি হয়ে যাবে।

[আরও পড়ুন: শ্রেয়স, ঈশান ছাড়া বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ আরও চার তারকা! তাঁদের কি আন্তর্জাতিক কেরিয়ার শেষ?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement