পাকিস্তানের বিরুদ্ধে মারমুখী মেজাজে রোহিত শর্মা। ছবি: টুইটার
পর পর দুই ম্যাচে জয়। এবারের বিশ্বকাপে ‘মাদার অফ অল ব্যাটল’-এর আগে আত্মবিশ্বাসী ছিল ভারত এবং পাকিস্তান। মহারণে সবাই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট দুনিয়া। তবে টিম ইন্ডিয়ার বোলিং অর্ডারের সামনে তাসের ঘরের মতো ভেঙে গেল বাবর আজমের দলের ইনিংস। মাত্র ১৯১ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। ফলে চলতি বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক গড়তে ভারতের দরকার ছিল ১৯২ রান। রোহিত শর্মার মারমুখী ৬৩ বলে ৮৬ রানের উপর ভর করে তিন উইকেটে ‘মদার অফ অল ব্যাটল’ জিতল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। একই সঙ্গে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইশ গজে জিতে চলতি কাপ যুদ্ধের লিগ তালিকার শীর্ষে চলে গেল ভারতীয় দল।
৮:১০ পিএম: অবশেষে এল ‘মাদার অফ অল ব্যাটল’-এ দাপুটে জয়। বিশ্বকাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে এবার ৭ উইকেটে হারানোর সঙ্গে, কাপ যুদ্ধে ৮-০ ব্যধধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। শ্রেয়স ৬২ বলে ৫৩ ও লোকেশ রাহুল ২৯ বলে ১৯ রানে অপরাজিত রইলেন।
Make it 3⃣ in a row for #TeamIndia! 👏 👏
Shreyas Iyer sails past FIFTY as India beat Pakistan by 7 wickets! 👍 👍
Scorecard ▶️ https://t.co/H8cOEm3quc#CWC23 | #INDvPAK | #MeninBlue pic.twitter.com/ucoMQf2bmU
— BCCI (@BCCI) October 14, 2023
৮:০০ পিএম: ২৯ ওভারে ভারত ৩ উইকেটে ১৭৬ রান তুলে নিল। শ্রেয়স ৫৮ বলে ৪৭ রানে ক্রিজে রয়েছেন। তাঁর সঙ্গে ১৮ বলে ৯ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ১৬ রান।
৭:৫৭ পিএম: ২৮ ওভারে ভারত ৩ উইকেটে ১৭৬ রান তুলে নিল। শ্রেয়স ৫৮ বলে ৪৭ রানে ক্রিজে রয়েছেন। তাঁর সঙ্গে ১৮ বলে ৯ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ১৬ রান।
৭:৫২ পিএম: ২৭ ওভারে ভারত ৩ উইকেটে ১৭০ রান তুলে নিল। শ্রেয়স ৫৬ বলে ৪৫ রানে ক্রিজে রয়েছেন। তাঁর সঙ্গে ১৪ বলে ৫ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ২২ রান।
8⃣6⃣ Runs
6⃣3⃣ Balls
6⃣ Fours
6⃣ SixesThat was a 🔝 knock from #TeamIndia captain Rohit Sharma! 👏 👏
Follow the match ▶️ https://t.co/H8cOEm3quc#CWC23 | #INDvPAK | #MeninBlue pic.twitter.com/W3SHVn1wzD
— BCCI (@BCCI) October 14, 2023
৭:৪৫ পিএম: ২৫ ওভারে ভারত ৩ উইকেটে ১৬৫ রান তুলে নিল। শ্রেয়স ৩৬ বলে ৩৫ রানে ক্রিজে রয়েছেন। তাঁর সঙ্গে ১০ বলে ৪ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ২৭ রান।
৭:৩০ পিএম: মাত্র ৬৩ বলে ৮৬ রান করে ফিরলেন রোহিত। শাহিনের বলে আউট হওয়ার আগে মারলেন ৬টি চার ও ৬টি ছক্কা। ১৫৬ রানে ৩ উইকেট হারাল ভারত।
That tiny moment before the ball disappears into the stands! 👌 👌
Rohit Sharma + Pull Shot = 🔥
Follow the match ▶️ https://t.co/H8cOEm3quc#CWC23 | #TeamIndia | #INDvPAK | #MeninBlue pic.twitter.com/bYW5Wwk82M
— BCCI (@BCCI) October 14, 2023
৭:২৮ পিএম: ২১ ওভারে ভারত ২ উইকেটে ১৫৪ রান তুলে নিল। রোহিত ৬১ বলে ৮৫ ও শ্রেয়স ৩৬ বলে ৩৫ রানে ক্রিজে আছেন। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ৩৬ রান।
৭:২৩ পিএম: ২০ ওভারে ভারত ২ উইকেটে ১৪২ রান তুলে নিল। রোহিত ৫৭ বলে ৮০ ও শ্রেয়স ৩৪ বলে ২৮ রানে ক্রিজে আছেন। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ৫০ রান।
৭:০৩ পিএম: ফের ছক্কা। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ১০টি ছক্কা মারলেন রোহিত। ১৫ ওভারে ভারত ২ উইকেটে ১১১ রান তুলে নিল। রোহিত ৪২ বলে ৬১ ও শ্রেয়স ১৯ বলে ১৬ রানে ক্রিজে আছেন। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ৮১ রান।
৬:৫৭ পিএম: অধিনায়কোচিত ইনিংস। পাকিস্তানের বিরুদ্ধে মারমুখী মেজাজে অর্ধ শতরান করলেন হিটম্যান।
On a roll & how! 🙌 🙌
2⃣nd successive FIFTY-plus score for captain Rohit Sharma! 👏 👏#TeamIndia inching closer to 100 👌 👌
Follow the match ▶️ https://t.co/H8cOEm3quc#CWC23 | #INDvPAK | #MeninBlue pic.twitter.com/KCcywNRh34
— BCCI (@BCCI) October 14, 2023
৬: ৫৬ পিএম: ১৩ ওভারে ভারত ২ উইকেটে ৯৬ রান তুলে নিল। রোহিত ৩৫ বলে ৪৯ ও শ্রেয়স ১৪ বলে ১৩ রানে ক্রিজে আছেন। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ৯৬ রান।
৬: ৫২ পিএম: ১২ ওভারে ভারত ২ উইকেটে ৮৮ রান তুলে নিল। রোহিত ৩২ বলে ৪৭ ও শ্রেয়স ১০ বলে ৭ রানে ক্রিজে আছেন। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ১০৪ রান।
৬: ৪০ পিএম: ১৬ রানে আউট হলেন বিরাট। হাসান আলির বলে ফিরলেন বিরাট। ৭৯ রানে ২ উইকেট হারাল ভারত।
৬: ৩৭ পিএম: ৯ ওভারে ভারত ১ উইকেটে ৭৭ রান তুলে নিল। রোহিত ২৯ বলে ৪৪ ও বিরাট ১৪ বলে ১৫ রানে ক্রিজে আছেন। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ১১৫ রান।
৬: ২৬ পিএম: ৭ ওভারে ভারত ১ উইকেটে ৫৪ রান তুলে নিল। রোহিত ১৯ বলে ২৩ ও বিরাট ১২ বলে ১৩ রানে ক্রিজে আছেন। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ১৩৮ রান।
৬: ১৩ পিএম: শুভমান আউট হলেও, ক্রিজে দাপট দেখাচ্ছেন রোহিত ও বিরাট। ৪ ওভারে ভারত ১ উইকেটে ৩১ রান তুলেছে।
৬:০৭ পিএম: ২.৫ ওভারের মাথায় শুভমানকে আউট করলেন শাহিন। পয়েন্টে তাঁর ক্যাচ ধরলেন শাদাব। ১০ বলে ১৬ রানে আউট হলেন শুভমান। ২৩ রানে ১ উইকেট হারাল ভারত।
৬:০৫ পিএম: দারুণ শুরু করলেন শুভমান। হাসান আলিকে মারলেন তিনটি চার। ২ ওভারে ভারতের রান ২২। শুভমান ৯ বলে ১৬ ও রোহিত ৩ বলে ৫ রানে ক্রিজে আছেন।
৬:০২ পিএম: ১ ওভারের শেষে ভারতের রান ১০। রোহিত ৩ বলে ৫ ও শুভমান ৩ বলে ৪ রানে ক্রিজে আছেন।
৫:৫৫ পিএম: বল হাতে নিয়ে এগোচ্ছেন শাহিন। ফেস করবেন রোহিত।
৫:৫৫ পিএম: বোলারদের কাজ শেষ, পাকিস্তানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক গড়তে ক্রিজে রোহিত-শুভমান।
৫:২৩ পিএম: ১৫৫ রানে ৩ উইকেট থেকে ১৯১ রানে অল আউট হয়ে গেল পাকিস্তান। মাত্র ৩৬ রানে শেষ ৮ উইকেট হারায় পাক দল। বুমরাহ নিলেন ১৯ রানে ২ উইকেট। পিছিয়ে ছিলেন না হার্দিক (২/৩৪), কুলদীপ (২/৩৫) ও সিরাজ (২/৫০)। তিন বোলার নিলেন ২টি করে উইকেট। জাদেজার ঝুলিতে এল ৩৮ রানে ২ উইকেট। বাবর আজম ৫৮ বলে ৫০ ও রিজওয়ান ৬৯ বলে ৪৯ রান করেন।
৫:১১ পিএম: আবার সাফল্য পেলেন জাদেজা। এবার তাঁর বলে হাসান আলির ক্যাচ নিলেন শুভমান। ১৮৭ রানে ৯ উইকেট হারাল পাক দল।
Ravindra Jadeja enters the wicket-taking party! 🥳#TeamIndia claim wickets on consecutive deliveries and Pakistan are 9 down now. Follow the match ▶️ https://t.co/H8cOEm3quc#CWC23 | #INDvPAK | #MeninBlue pic.twitter.com/oK605zHaOm — BCCI (@BCCI) October 14, 2023
৫:০৯ পিএম: ১৮৭ রানে আট উইকেট হারিয়ে ব্যাকফুটে পাকিস্তান।
৪.৫০ পিএম– ১৫৫ রানে ৩ উইকেট থেকে ১৭১ রানে ৭ উইকেট। শেষ ৩৫ বলে মাত্র ১৬ রানের বিনিময়ে ৫ উইকেট হারিয়েছে পাকিস্তান। ৩৮ ওভারে পাক দলের রান ৭ উইকেটে ১৭৬।
৪.৪৮ পিএম– আগুন জ্বালাচ্ছেন বুমরাহ। শাদাব খানের অফ স্টাম্প নড়ে গেল বুমরাহর বলে। মাত্র ২ রান করলেন তিনি। ৩৬ ওভারের শেষে পাকিস্তানের রান ৭ উইকেটে ১৭২ রান।
৪:৪৪ পিএম – সাউদ শাকিল, ইফতিকারের পর এবার ফিরলেন রিজওয়ান, ব্যাকফুটে পাকিস্তান। ১৬৮ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে পাকিস্তান। ভারতকে সাফল্য এনে দিলেন বুমরাহ।
CARNAGE!
Pakistan has lost 5/16 in 35 balls in Ahmedabad 😳
LIVE 👉 https://t.co/XLnhjAP0cy#CWC23 pic.twitter.com/wCMv6iAdtK
— Fox Cricket (@FoxCricket) October 14, 2023
৪:৩৮ পিএম – এক ওভারে দুই উইকেট! সাউদ শাকিলের পর ইফতিকার, জোড়া উইকেট পেলেন কুলদীপ। ৪ বলে ৪ রান করে আউট হলেন ইফতিকার। ১৬৬ রানে ৫ উইকেট হারাল পাকিস্তান।
And another one!
Kuldeep Yadav rattles the stumps to get his second wicket 😎
Iftikhar Ahmed departs and Pakistan are 5⃣ down now.
Follow the match ▶️ https://t.co/H8cOEm3quc#CWC23 | #INDvPAK | #MeninBlue https://t.co/Dq1IcocLpF pic.twitter.com/ImKhECEpEk
— BCCI (@BCCI) October 14, 2023
৪:৩৫ পিএম – সাউদ শাকিল ফিরলেন। ১৬২ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে পাকিস্তান। ভারতকে সাফল্য এনে দিলেন কুলদীপ। যদিও রোহিত রিভিউ না নিলে, পাক ব্যাটার ক্রিজেই থাকতেন।
L. B. W!@imkuldeep18 strikes as #TeamIndia scalp the 4⃣th Pakistan wicket! 👏 👏
Follow the match ▶️ https://t.co/H8cOEm3quc#CWC23 | #INDvPAK | #MeninBlue pic.twitter.com/MYVe4p0P8w
— BCCI (@BCCI) October 14, 2023
৪:৩০ পিএম – ৩২ ওভারে পাকিস্তান ৩ উইকেটে ১৬২ রান তুলেছে। রিজওয়ান ৬৪ বলে ৪৮ ও সাউদ শাকিল ৮ বলে ৬ রানে ক্রিজে আছেন।
৪:২৩ পিএম – ৩১ ওভারে পাকিস্তান ৩ উইকেটে ১৫৭ রান তুলেছে। রিজওয়ান ৬৩ বলে ৪৭ ও সাউদ শাকিল ৩ বলে ২ রানে ক্রিজে আছেন।
৪:১৬ পিএম – অর্ধ শতরানের পরেই আউট। বাবরকে বোল্ড করে ভারতকে ম্যাচে ফেরালেন সিরাজ। ১৫৫ রানে ৩ উইকেট হারাল পাকিস্তান। ৫৮ বলে ৫০ রানে আউট হলেন পাক অধিনায়ক।
BOWLED HIM!
Mohd. Siraj breaks the partnership 🙌
He gets the wicket of Babar Azam.
Follow the match ▶️ https://t.co/H8cOEm3quc#CWC23 | #TeamIndia | #INDvPAK | #MeninBlue pic.twitter.com/cuc1afKhJ2
— BCCI (@BCCI) October 14, 2023
৪:১৪ পিএম – ওডিআই-তে ভারতের বিরুদ্ধে প্রথম অর্ধ শতরান করলেন বাবর, যোগ্য সঙ্গত দিচ্ছেন রিজওয়ান। এবার মাঠে নামার আগে ভারতের বিরুদ্ধে ৭টি ম্যাচ খেলেছিলেন বাবর। তাঁর রান ছিল ১৬৮। গড় ২৮। স্ট্রাইক রেট ৭২.৪১। সর্বোচ্চ ছিল ৪৭ রান।
৪:১৩ পিএম – ২৯ ওভারে পাকিস্তান ২ উইকেটে ১৫০ রান তুলেছে। বাবর আজম ৫৭ বলে ৫০ ও রিজওয়ান ৫৫ বলে ৪৩ রানে ক্রিজে আছেন।
৪:০৮ পিএম – ২৮ ওভারে পাকিস্তান ২ উইকেটে ১৪৪ রান তুলেছে। বাবর আজম ৫৩ বলে ৪৫ ও রিজওয়ান ৫৩ বলে ৪২ রানে ক্রিজে আছেন।
৪:০৪ পিএম – ২৭ ওভারে পাকিস্তান ২ উইকেটে ১৩১ রান তুলেছে। বাবর আজম ৪৯ বলে ৩৭ ও রিজওয়ান ৫১ বলে ৩৭ রানে ক্রিজে আছেন।
৪:০০ পিএম – ২৬ ওভারে পাকিস্তান ২ উইকেটে ১২৯ রান তুলেছে। বাবর আজম ৪৮ বলে ৩৬ ও রিজওয়ান ৪৬ বলে ৩৬ রানে ক্রিজে আছেন।
৩:৫৬ পিএম – ভারতের উপর চাপ বাড়িয়ে ২৫ ওভারে পাকিস্তান ২ উইকেটে ১২৫ রান তুলেছে। বাবর আজম ৪৭ বলে ৩৫ ও রিজওয়ান ৪১ বলে ৩৩ রানে ক্রিজে আছেন।
৩:৫২ পিএম – ভারতের বিরুদ্ধে তৃতীয় উইকেটে ৫০ রান তুলে দিলেন বাবর ও রিজওয়ান। ২৪ ওভারে পাকিস্তান ২ উইকেটে ১২৩ রান তুলেছে। বাবর আজম ৪২ বলে ৩৪ ও রিজওয়ান ৪০ বলে ৩২ রানে ক্রিজে আছেন।
.@babarazam258 and @iMRizwanPak settle in as their partnership grows 🏏
Pakistan are 125-2 at the halfway stage 📝#INDvPAK | #DattKePakistani | #WeHaveWeWill pic.twitter.com/N7Ebin8dLs
— Pakistan Cricket (@TheRealPCB) October 14, 2023
৩:৪৮ পিএম – ২৩ ওভারে পাকিস্তান ২ উইকেটে ১২০ রান তুলেছে। বাবর আজম ৪১ বলে ৩৩ ও রিজওয়ান ৩৫ বলে ৩০ রানে ক্রিজে আছেন।
৩:৪৪ পিএম – ২২ ওভারে পাকিস্তান ২ উইকেটে ১১৪ রান তুলেছে। বাবর আজম ৩৭ বলে ৩৩ ও রিজওয়ান ৩৩ বলে ২৫ রানে ক্রিজে আছেন।
৩:৪১ পিএম – ২১ ওভারে পাকিস্তান ২ উইকেটে ১০৫ রান তুলেছে। বাবর আজম ৩৫ বলে ৩১ ও রিজওয়ান ২৯ বলে ১৭ রানে ক্রিজে আছেন।
৩:৩৬ পিএম – ২০ ওভারে পাকিস্তান ২ উইকেটে ১০৩ রান তুলেছে। বাবর আজম ৩৩ বলে ৩০ ও রিজওয়ান ২৫ বলে ১৬ রানে ক্রিজে আছেন।
৩:৩৬ পিএম – স্কোরবোর্ডে ১০০ রান তুলে নিল পাকিস্তান। ১৯ ওভারে পাকিস্তান ২ উইকেটে ১০২ রান তুলে নিল। বাবর আজম ২৮ বলে ৩০ ও রিজওয়ান ২৪ বলে ১৫ রানে ক্রিজে আছেন।
৩:৩৩ পিএম – ক্রিজে জমিয়ে বসেছেন বাবর ও রিজওয়ান। ১৮ ওভারে পাকিস্তান ২ উইকেটে ৯৬ রান তুলেছে। বাবর আজম ২৩ বলে ২৫ ও রিজওয়ান ২৩ বলে ১৪ রানে ক্রিজে আছেন।
৩:৩০ পিএম – ১৭ ওভারে পাকিস্তান ২ উইকেটে ৯০ রান তুলেছে। বাবর আজম ২২ বলে ২৪ ও রিজওয়ান ১৮ বলে ৯ রানে ক্রিজে আছেন।
৩:২৫ পিএম – ১৬ ওভারে পাকিস্তান ২ উইকেটে ৮৪ রান তুলেছে। বাবর আজম ১৭ বলে ১৯ ও রিজওয়ান ১৭ বলে ৮ রানে ক্রিজে আছেন।
৩:২৩ পিএম – ১৫ ওভারে পাকিস্তান ২ উইকেটে ৭৯ রান তুলেছে। বাবর আজম ১৪ বলে ১৬ ও রিজওয়ান ৮ বলে ২ রানে ক্রিজে আছেন।
৩:১৫ পিএম – রবীন্দ্র জাদেজার বলে লেগ বিফোর হলেও বেঁচে গেলেন মহম্মদ রিজওয়ান। ১৪ ওভারে পাকিস্তান ২ উইকেটে ৭৩ রান তুলেছে। বাবর আজম ১৪ বলে ১৬ ও রিজওয়ান ১৪ বলে ৬ রানে ক্রিজে আছেন।
Mohd. Siraj & Hardik Pandya with the two big wickets early on! 👏👏
Pakistan 84/2 after 16 overs.
Follow the match ▶️ https://t.co/H8cOEm3quc#CWC23 | #INDvPAK | #MeninBlue pic.twitter.com/LlvugTojPZ
— BCCI (@BCCI) October 14, 2023
৩:০৮ পিএম – ১৩ ওভারে পাকিস্তান ২ উইকেটে ৭৫ রান তুলেছে। বাবর আজম ১৪ বলে ১৬ ও মহম্মদ রিজওয়ান ৩ বলে ১ রানে ক্রিজে আছেন।
৩:০৬ পিএম – ইনিংসের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ইমাম। তবে চার মারলেও পরের বলেই হার্দিকের বলে আউট হলেন পাক ওপেনার। তাঁর ক্যাচ নিলেন লোকেশ রাহুল। ৭৩ রানে ২ উইকেট হারাল পাকিস্তান। ৩৮ বলে ৩৬ রান করে ফিরলেন বাঁহাতি পাক ওপেনার।
Edged & taken!
Vice-captain Hardik Pandya strikes & #TeamIndia get their second wicket 🙌
Imam-ul-Haq departs.
Follow the match ▶️ https://t.co/H8cOEm3quc#CWC23 | #TeamIndia | #INDvPAK | #MeninBlue pic.twitter.com/NENRszs31q
— BCCI (@BCCI) October 14, 2023
৩:০২ পিএম – এবার কুলদীপ যাদবের হাতে বল তুলে দিলেন রোহিত। ১২ ওভারে পাকিস্তান ১ উইকেটে ৬৮ রান তুলেছে। ইমাম ৩৬ বলে ৩২ ও বাবর আজম ১২ বলে ১৫ রানে ক্রিজে আছেন।
২:৫৮ পিএম – ১১ ওভারে পাকিস্তান ১ উইকেটে ৬০ রান তুলে নিল। ইমাম ৩২ বলে ২৫ ও বাবর আজম ১০ বলে ১৪ রানে ক্রিজে আছেন।
২:৫২ পিএম – ১০ ওভারে পাকিস্তান ১ উইকেটে ৪৯ রান তুলেছে। ইমাম ২৩ ও বাবর আজম ৫ রানে ক্রিজে আছেন। উইকেট তুলে নিতেই আগ্রাসী মেজাজে বোলিং করছেন সিরাজ।
২:৪৬ পিএম – ৯ ওভারে পাকিস্তান ১ উইকেটে ৪৮ রান তুলেছে। ইমাম ২২ ও বাবর আজম ৫ রানে ক্রিজে আছেন।
২:৪০ পিএম – আবদুল্লা শফিককে লেগ বিফোর করে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন সিরাজ। ৮ ওভারে পাকিস্তান ১ উইকেটে ৪১ রান তুলেছে। আবদুল্লা শফিক ২০ রানে ফিরলেন। ইমাম ২০ রানে ক্রিজে আছেন।
L.B.W! 😎
Mohd. Siraj gets the opening wicket for #TeamIndia!
Pakistan lose Abdullah Shafique.
Follow the match ▶️ https://t.co/H8cOEm3quc#CWC23 | #INDvPAK | #MeninBlue pic.twitter.com/WJIsgxs4Ig
— BCCI (@BCCI) October 14, 2023
২:৩৩ পিএম – এবার বুমরাহকে টার্গেট করলেন আবদুল্লা শফিক। মারলেন চার। তাঁর শেষ বলে আবার চার মারলেন ইমাম। ৭ ওভারে পাকিস্তানের রান ৩৭। আবদুল্লা শফিক ১৮ ও ইমাম ১৮ রানে ক্রিজে আছেন।
২:২৮ পিএম – ৬ ওভারে পাকিস্তানের রান ২৮। ইমাম ১৪ ও আবদুল্লা শফিক ১৩ রানে ক্রিজে আছেন।
২:২৬ পিএম – মেডেন দিলেন বুমরাহ। ৫ ওভারে পাকিস্তানের রান ২৩। ইমাম ১৩ ও আবদুল্লা শফিক ১০ রানে ক্রিজে আছেন। যদিও চাপ বজায় রাখতে ব্যর্থ মহম্মদ সিরাজ।
২:২০ পিএম – ৪ ওভারে পাকিস্তান ২৩ রান তুলে দিল। ইমাম ১২ ও আবদুল্লা শফিক ১০ রানে ক্রিজে আছেন। চাপ বজায় রাখতে ব্যর্থ মহম্মদ সিরাজ।
২:১৪ পিএম – ৩ ওভারে পাকিস্তানের রান ১৭। ফর্ম বজায় রেখে মাত্র ১ রান দিলেন বুমরাহ। ইমাম ১২ ও আবদুল্লা শফিক ৫ রানে ক্রিজে আছেন।
২:১০ পিএম – ২ ওভারের শেষে পাকিস্তানের রান ১৬। ইমাম ১২ ও আবদুল্লা শফিক ৪ রানে ক্রিজে আছেন। মহম্মদ সিরাজ শুরুটা খুব বাজে করলেন। তাঁর প্রথম দুই বলে পরপর দুটি চার মারলেন ইমাম। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আবার চার।
২:০৫ পিএম – ১ ওভারে পাকিস্তানের রান ৪। আবদুল্লা শফিক ৪ ও ইমাম কোনও রান না করে ক্রিজে আছেন।
২:০০ পিএম – খেলা শুরু
ক্রিজে দুই পাক ওপেনার আবদুল্লা শফিক, ইমাম-উল-হক। বল হাতে তৈরি ‘বুম বুম বুমরাহ’।
পাকিস্তানের প্রথম একাদশ: আবদুল্লা শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সাউদ শাকিল, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ
🚨 TOSS & PLAYING XI 🚨
India have won the toss and opted to bowl first 🏏
Unchanged team for the #INDvPAK match 👇#DattKePakistani | #WeHaveWeWill pic.twitter.com/B7DLrFMiXG
— Pakistan Cricket (@TheRealPCB) October 14, 2023
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ
টসে জিতলেন রোহিত শর্মা
রোহিত শর্মা টস জিতে প্রথমে ফিল্ডিং নিলেন। বলে দিলেন, রান তাড়া করার লক্ষ্যই থাকবে তাদের। টসের পর রোহিত বলেছেন, “এই ম্যাচ আমাদের কাছে স্বপ্নের মতো। এবং আমরা সবাই এটি অনুভব করছি। পিচ খুব একটা বদলাবে না। শিশিরও একটা ফ্যাক্টর হবে। তাই আমরা রান তাড়া করতে চাই। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা ভালো শুরু করতে চাই এবং ভালো খেলতে চাই।”
টসের জন্য মাঠে দুই অধিনায়ক
টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া, মহারণে খেলছেন শুভমান
CWC 2023. India XI: R Sharma(c), S Gill, V Kohli, S Iyer, KL Rahul(WK), H Pandya, R Jadeja, S Thakur, K Yadav, M Siraj, J Bumrah. https://t.co/RBULW3l3hQ #INDvPAK #CWC23
— BCCI (@BCCI) October 14, 2023
ওয়ান ডে ফরম্যাটে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পাকিস্তান
এখনও পর্যন্ত ওয়ান ডে ফরম্যাটে মোট ১৩৪ ম্য়াচ খেলেছে ভারত ও পাকিস্তান। টিম ইন্ডিয়া জয় ছিনিয়ে নিয়ছিল ৫৬ ম্যাচে। পাকিস্তান জয় ছিনিয়ে নিয়েছে ৭৩ ম্যাচে।
শেষ সাক্ষাতেও জয় পেয়েছিল ভারত
এশিয়া কাপে চলতি বছর মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ২২৮ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত শর্মার দল।
৮-০ করার লক্ষ্যে রোহিতরা
এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে সাতবারের সাক্ষাতে সাতবারই জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। পাকিস্তান বিশ্বমঞ্চে একবারও বাইশ গজের লড়াইয়ে ভারতকে হারাতে পারেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.