Advertisement
Advertisement
India vs New Zealand

India vs New Zealand: অভিষেক টেস্টে দুরন্ত শ্রেয়স, প্রাথমিক ধাক্কা সামলে চালকের আসনে ভারত

টেস্টে ব্যক্তিগত ১৭তম হাফ সেঞ্চুরি হাঁকালেন রবীন্দ্র জাদেজা।

India vs New Zealand: Shreyas Iyer hits 50 on debut test, result of Day 1 | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:November 25, 2021 4:40 pm
  • Updated:November 25, 2021 5:31 pm

ভারত: ২৫৮/৪ (গিল-৫২, শ্রেয়স-৭৫*)
নিউজিল্যান্ড: 
প্রথম দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলায় চোট-আঘাতের গল্প নতুন কিছু নয়। কিন্তু গুরুতর চোট সারিয়ে টেস্টে অভিষেক ঘটানো নিঃসন্দেহে কোনও ক্রিকেটারের বড় সাফল্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে তাই আপামর ভারতবাসীর মন জয় করে নিলেন শ্রেয়স আইয়ার। কেরিয়ারের প্রথম টেস্টে দুর্দান্ত পারফর্ম করে দলকে শুরুতেই বসিয়ে দিলেন চালকের আসনে। 

Advertisement

কানপুরের ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে ব্যাট করার সিদ্ধান্তই নিয়েছিলেন ভারত অধিনায়ক অজিঙ্ক রাহানে। যে সিদ্ধান্তকে পুরোদস্তুর কাজে লাগাতে সফল ভারতীয় ব্যাটসম্যানরা। কেএল রাহুল (KL Rahul) ও রোহিত শর্মা না থাকায় এদিন ময়ঙ্ককে সঙ্গী করে ওপেন করেন শুভমন গিল। শুরুতে ময়ঙ্ক আগরওয়ালের উইকেট তুলে নিয়ে কেইল জেমিসন টপ-অর্ডারে ধাক্কা দিলেও সেই ধাক্কাও সামলে নেন সতীর্থরা। চেনা ছন্দে দেখা মেলে গিলের। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এগিয়ে দেন। তবে এদিন আবার ব্যর্থ আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। বেশ খানিকটা সময় জমি আঁকড়ে পড়ে থাকলেও স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারলেন না তিনি। ২৬ রানে তাঁকে প্যাভিলিয়নে ফেরান টিম সাউদি।

[আরও পড়ুন: IPL 2022: ধোনিকে রেখে দিতে চলেছে চেন্নাই, কেকেআর ধরে রাখতে পারে এই দুই তারকাকে]

অভিষেক টেস্টে শ্রেয়স (Shreyas Iyer) কী করেন, সে দিকে নজর ছিল ক্রিকেটপ্রেমীদের। প্রত্যাশার থেকেও যেন বেশি কিছু মিলল। টেস্টে তারুণ্যের ঔজ্জ্বল্য নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত ভাল পোস্টার। তরুণ ব্রিগেডে ভর করেই অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয় এসেছিল ভারতের। দেশের মাটিতে টেস্ট ফিরতে তারই যেন পুনরাবৃত্তি ঘটল। গিল, শ্রেয়সদের ভিত তৈরি করে দেওয়া রাহুল দ্রাবিড় আজ নিশ্চিতভাবে ড্রেসিংরুমে বসে খুশিই হবেন।

চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে চোট পেয়েছিলেন শ্রেয়স। এরপর অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। আইপিএলের প্রথম ভাগেও খেলতে পারেননি। রিহ্যাবের পর আবার ফেরেন ছোট ফরম্য়াটের ক্রিকেটে। আর এবার টেস্টে সুযোগ পেয়েই ছক্কা হাঁকালেন। প্রথম দিনের শেষে ৭৫ রানে অপরাজিত থাকলেন মুম্বইয়ের ব্যাটসম্যান। তাঁকে যোগ্য সঙ্গত করেন রবীন্দ্র জাদেজা। টেস্টে ব্যক্তিগত ১৭তম হাফ সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় অলরাউন্ডার (৫০*)। দুই তারকার ১০০ রানের পার্টনারশিপে কানপুর টেস্টের প্রথম দিনই আড়াইশোর গণ্ডি পেরিয়ে গেল টিম ইন্ডিয়া (Team India)।

[আরও পড়ুন: ICC T20 Ranking: প্রথম দশ থেকে ছিটকে গেলেন কোহলি, পাঁচে উঠে এলেন রাহুল]     

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement