ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে শেষবার ভারত টেস্ট সিরিজ হেরেছিল ২০১২ সালে। তার পর একযুগে ১৮টি সিরিজে অপরাজেয় ছিলেন রোহিত-বিরাটরা। ভারতের সেই দর্পচূর্ণ করলেন কিউয়িরা। প্রথমবার ভারতের মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরছে নিউজিল্যান্ড। কিন্তু কেন এই বিপর্যয় রোহিতদের। দেখে নেওয়া যাক সম্ভাব্য কারণগুলি।
১। ব্যাটারদের ব্যর্থতা: দুই টেস্টেই ভারতের হারের মূল কারণ ব্যাটিং ব্যর্থতা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার লজ্জা। আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সংগ্রহ মোটে ১৫৬। দুই টেস্টেই তরুণদের কাঁধে ভর করে দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করলেও রোহিত, বিরাটদের মতো অভিজ্ঞরা ব্যর্থই।
২। বল নড়লেই সমস্যা: ভালো সুইং বোলিং হোক বাঁ স্পিন। বল একটু নড়াচড়া করলেই সমস্যায় পড়ে যাচ্ছেন ভারতীয় ব্যাটাররা। প্রথম ম্যাচে দেখা গিয়েছে কীভাবে ভারতের টপ অর্ডার সুইংয়ের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছেন। আর পুণে টেস্টে নিজেদের তৈরি করা স্পিনের ফাঁদই বুমেরাং হল।
৩। অতিরিক্ত আত্মবিশ্বাস: ঘরের মাঠে টানা ১৮ সিরিজে অপরাজেয় দল। কোথাও যেন একটা আত্মতুষ্টির জায়গা তৈরি হয়েছিল টিম ইন্ডিয়ার অন্দরে। সেটা স্পষ্ট বোঝা গেল এই দুই টেস্টে। ক্রিকেটাররা যেন বিশ্বাস করেন, খারাপ খেললেও হারতে পারে না ভারত। দুই ম্যাচেই একাধিক ব্যাটার খারাপ শট খেললেন। কেউই পিচে পড়ে থেকে লড়াই করার মানসিকতা দেখালেন না। আবার ফিল্ডিংয়েও গুচ্ছ গুচ্ছ ক্যাচ মিস। অতিরিক্ত আত্মবিশ্বাস যে কতটা বিপজ্জনক বুঝিয়ে দিয়ে গেল নিউজিল্যান্ড।
৪। সিনিয়রদের ব্যর্থতা: গত একযুগ ঘরের মাঠে দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া। দেশের বাইরেও ভালো পারফর্ম করেছেন রোহিত-কোহলিরা। কিন্তু এক যুগ বাদে ভারতীয় দল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দলের টিম ম্যানেজমেন্ট বদলাচ্ছে। অনেক নতুন ক্রিকেটার আসছেন। দলের মহীরুহরা ‘বৃদ্ধ’ হচ্ছেন। মোট কথা ভারতীয় দল ‘ট্র্যানজিশন পিরিয়ডে’। দুর্ভাগ্যজনকভাবে এই ট্র্যানজিশনের সময় সামনে থেকে যাঁদের দলের নেতৃত্ব দেওয়ার কথা, সেই রোহিত-কোহলি-অশ্বিনরা কেউই নিজেদের সেরা ফর্মে নেই। ফলে যে নেতৃত্ব তাঁদের কাছে প্রত্যাশিত, সেটার অভাব বোধ করছে ভারতীয় দল।
৫। রোহিতের অধিনায়কত্ব: অধিনায়ক হওয়ার পর গত ৩ বছরে সেভাবে প্রশ্নের মুখে পড়তে হয়নি ‘হিটম্যান’কে। কিন্তু এই সিরিজে তাঁর অধিনায়কত্ব যে ঠিক হয়নি, সেটা নিজেই মেনে নিয়েছেন হিটম্যান। প্রথম ম্যাচে পিচ ঠিকমতো বুঝতে পারেননি, সেটা নিজেই মেনে নিয়েছেন ভারত অধিনায়ক। শুধু পিচ বুঝতে ভুল নয়, এই সিরিজে রোহিতের বোলিং পরিবর্তন নিয়েও একাধিক প্রশ্ন তোলার অবকাশ রয়েছে। নিউজিল্যান্ড যখনই কোনও জুটি বেঁধেছে, তখনই যেন অসহায় দেখিয়েছে ভারত অধিনায়ককে। শরীরী ভাষায় মনে হয়নি, ম্যাচে ফিরতে পারে ভারত। কোথাও না কোথাও তাঁর নিজের ব্যাটে রান না আসার একটা প্রভাব অধিনায়কত্বেও পড়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.