সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে অভাবনীয় সাফল্যের পর রবিবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামছে ভারত। প্রথম ম্যাচে কিউয়িরা ভাল লড়াই দিলেও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং লোকেশ রাহুলের দুর্দান্ত পারফরম্যান্সের জেরে অনায়াসেই ম্যাচ জিতে যায় ভারত। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সেই জয়ী দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে, বোলিং বিভাগে পরীক্ষানিরীক্ষার জন্য সামান্য কিছু পরিবর্তন হতে পারে।
সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও রোহিত শর্মার (Rohit Sharma) প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে কোনও সংশয় নেই। দ্বিতীয় ওপেনার তথা উইকেটরক্ষক হিসেবে লোকেশ রাহুলেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রাহুল। তাছাড়া উইকেটের পিছনে দাঁড়িয়েও তাঁর পারফরম্যান্স নজরকাড়া। রাহুল নিজেও এই নতুন দায়িত্ব বেশ উপভোগ করেছেন। আইসিসির ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই একথা জানিয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার।
রাহুলের পর তিন নম্বরে যথারীতি ব্যাট করতে আসবেন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। চার নম্বরে ব্যাটিং করবেন আগের ম্যাচের নায়ক শ্রেয়স আইয়ার। বেশ কিছুদিন ধরেই স্থায়ী চার নম্বর ব্যাটসম্যান খুঁজে পেতে সমস্যা হচ্ছিল টিম ম্যানেজমেন্টের। তবে, শ্রেয়স আইয়ার দলে আসার পর সেই সমস্যা অনেকটাই মিটেছে। পাঁচ নম্বরে আরও একবার সুযোগ পেতে পারেন মণীশ পাণ্ডে। আসলে, টিম ম্যানেজমেন্ট ওঁর মধ্যে একজন ফিনিশারকে খুঁজছে। ৬ নম্বরে ব্যাট করতে পারেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। প্রশ্নটা সাত ও আট নম্বর জায়গা নিয়ে। শিবম দুবে (Shivam Dube) এবং শার্দূল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে লড়াই। পরের ম্যাচে শিবমের জায়গায় খেলতে পারেন শার্দূল ঠাকুর। শার্দূল ঠাকুরের পর ৮ নম্বরে জায়গা পেতে পারেন ওয়াশিংটন সুন্দর। ৯ নম্বরে ফের জায়গা পাবেন যুজবেন্দ্র চাহাল। ১০ ও ১১ নম্বরে খেলবেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও মহম্মদ শামি।সব মিলিয়ে কমবেশি আগের ম্যাচের একাদশই বজায় থাকবে। এবং এদিনও মাঠের বাইরে বসতে হতে পারে ঋষভ পন্থকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.