সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের ম্যাচে অল্পের জন্য জয় আসেনি। শেষদিনে স্পিন সহায়ক পিচেও ৯টি উইকেট তুলতে পারেনি ভারত (Team India)। সেই ব্যর্থতা ভুলে শুক্রবার মুম্বইয়ে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া। ছুটি কাটিয়ে দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। সেদিক থেকে দেখতে গেলে অধিনায়ক বিরাট এবং কোচ রাহুল দ্রাবিড় জুটির এটিই প্রথম ম্যাচ। ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা।
🔊 🔊 Sound 🔛
6⃣0⃣ Seconds of Pure Joy! 👍 👍
V.I.R.A.T K.O.H.L.I takes centre stage 💥💥#TeamIndia | #INDvNZ | @imVkohli | @Paytm pic.twitter.com/SadmhCvQYz
— BCCI (@BCCI) December 2, 2021
কিন্তু এই প্রথম ম্যাচেই বাধা হতে পারে বৃষ্টি। মুম্বইয়ে গত দু’দিন ধরে অকাল বর্ষণ হচ্ছে। যার জেরে আউটডোরে অনুশীলনও করতে পারেনি টিম ইন্ডিয়া। পরিবর্তে ইন্ডোরে অনুশীলন করার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। শুক্রবারও মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ৫ বছর বাদে ওয়াংখেড়েতে টেস্ট ক্রিকেট ফিরলেও মুম্বইবাসী তা কতটা উপভোগ করতে পারবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
ওয়াংখেড়ে ম্যাচের মতো মুম্বই ম্যাচে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) ফিটনেস নিয়েও রীতিমতো সংশয় ছিল। যদিও, বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এসে অধিনায়ক কোহলি সেই সংশয় অনেকটাই দূর করে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, ঘাড়ের যন্ত্রণা কমে গিয়েছে ঋদ্ধির। মুম্বই ম্যাচে (Mumbai Test) খেলার জন্য পুরোপুরি ফিট তিনি। তবে, শুক্রবার ওয়াংখেড়েতে কোন কম্বিনেশনে খেলবে টিম ইন্ডিয়া, সেটা স্পষ্ট করেননি অধিনায়ক। তিনি জানিয়েছেন, আবহাওয়া এবং পরিস্থিতি দেখে পরে প্রথম একাদশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ বিরাট কোহলি পরের ম্যাচে কার পরিবর্তে প্রথম একাদশে ঢুকবেন, সেটা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। যদিও ক্রিকেট মহলের ধারণা, রাহানে, পূজারা বা শ্রেয়স আইয়ার কাউকেই শুক্রবার বসানো হবে না। কোহলি প্রথম একাদশে ঢুকতে পারেন মায়াঙ্ক আগরওয়ালের পরিবর্তে। সেক্ষেত্রে মুম্বই টেস্টে ওপেন করতে পারেন পূজারা।
Prep in full swing 👍 💪#TeamIndia gearing up for the 2nd @Paytm #INDvNZ Test! 👌 👌 pic.twitter.com/EBxX9Q3Jjh
— BCCI (@BCCI) December 2, 2021
ওয়াংখেড়েতে অধিনায়ক কোহলির রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। ৪ ম্যাচে ৪৩২ রান ওই মাঠে করেছেন তিনি। সমর্থকদের আশা, মুম্বইয়ের বুকেই নিজের সেঞ্চুরির খরা কাটিয়ে ফেলবেন বিরাট। টিম ইন্ডিয়ার অধিনায়ক শেষ সেঞ্চুরি পেয়েছিলেন ৫৬টি টেস্ট ইনিংস আগে। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে। তারপর বড় রান আসেনি অধিনায়কের ব্যাটে। এদিকে, শুক্রবার কিউয়িদের বিরুদ্ধে নতুন মাইলস্টোন ছোঁয়ার আশায় রবিচন্দ্রন অশ্বিন। চলতি বছর টেস্টে মোট ৪৪টি উইকেট পেয়েছেন। পাকিস্তানের শাহিন আফ্রিদিও (Shahin Afridi) একই জায়গায় দাঁড়িয়ে। এই ম্যাচে ৬ উইকেট তুলতে পারলে চলতি বছর ৫০ উইকেটের গণ্ডি ছুঁয়ে ফেলবেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.