Advertisement
Advertisement
India vs New Zealand

India vs New Zealand 2nd test: টেস্টে দুরন্ত সেঞ্চুরি মায়াঙ্কের, শূন্য রানে আউট হয়ে মেজাজ হারালেন কোহলি

দেখে নিন ওয়াংখেড়ে টেস্টের প্রথম দিনের স্কোরকার্ড।

India vs New Zealand 2nd test: Mayank Agarwal scores a century | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 3, 2021 5:30 pm
  • Updated:December 3, 2021 6:23 pm  

ভারত: ২২১/৪ (মায়াঙ্ক-১২০, শুভমন-৪৪ প্যাটেল-৭৩/৪)
প্রথম দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় টেস্ট স্কোয়াডে ওপেনিং জুটি হিসেবে নির্বাচকদের বরাবরই প্রথম পছন্দ রোহিত শর্মা এবং শুভমন গিল। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা পেয়ে নিজের জাত চেনালেন মায়াঙ্ক আগরওয়াল। বৃষ্টিবিঘ্নিত ওয়াংখেড়ে টেস্টের প্রথম দিন দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন তিনি। আর সেই সঙ্গে প্রথম দিনের শেষে ভদ্রস্থই দেখাচ্ছে ভারতের (Team India) রান। তবে আরও একবার সমর্থকদের নিরাশ করলেন ক্যাপ্টেন কোহলি (Virat Kohli)।

Advertisement

শুক্রবার মুম্বই টেস্টে দলে তিনটি পরিবর্তন ঘটান বিরাট কোহলি। চোটের কারণে বাদ পড়লেন অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা এবং ইশান্ত শর্মা। কোহলির পাশাপাশি বাকি দুই তারকার জায়গায় দলে এলেন জয়ন্ত যাদব এবং মহম্মদ সিরাজ। টি টোয়েন্টি বিশ্বকাপের পরে বিশ্রামে ছিলেন কোহলি। বিশ্রামের পর দলে ফিরে চূড়ান্ত ব্যর্থ কোহলি। চতুর্থ বলেই অ্যাজাজ প্যাটেলের ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত সন্তুষ্ট না হওয়ায় রিভিউও চেয়ে নেন তিনি। কিন্তু থার্ড আম্পায়ারও কোহলিকে আউট দেন। মাঠ ছাড়ার আগেও ফিল্ড আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় অসন্তুষ্ট কোহলিকে। মাঠ ছেড়ে সোজা ঢুকে যান ড্রেসিংরুমে। তাঁর চোখে-মুখে তখন ক্ষোভ স্পষ্ট।

[আরও পড়ুন: নিজে না ছাড়লে ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব যাবে না কোহলির, খবর বোর্ড সূত্রে]

কোহলির মতো ফের হতাশ করলেন চেতেশ্বর পূজারাও। শূন্য রানে ফেরেন তিনি। গত ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা শ্রেয়সও এদিন প্যাটেলের স্পিনে হোঁচট খান। তাঁর ঝুলিতে ১৮ রান। তবে ওয়াংখেড়েতে সমস্ত লাইমলাইট কেড়ে নিলেন মায়াঙ্ক। 

২০১৯-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মায়াঙ্ক (Mayank Agarwal)। বীরেন্দ্র শেহওয়াগের পর দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে পরপর দুই টেস্টে শতরানের মালিক হয়েছিলেন বেঙ্গালুরুর ব্যাটার। এদিনও সেই পুরনো ফর্মে ধরা দিলেন তিনি। মুম্বইয়ে চতুর্থ টেস্ট সেঞ্চুরি করলেন মায়াঙ্ক। ওপেন করেছিলেন গিলের সঙ্গে। শুভমন গিল ৪৪ রানে আউট হন। দিনের শেষে ঋদ্ধিমান সাহার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান মায়াঙ্ক। প্রথম দিনের শেষে ১২০ রানে অপরাজিত থাকেন তিনি। তবে প্যাটেলের বিধ্বংসী বোলিংয়ের সামনে দ্বিতীয় দিন ভারতীয় ব্য়াটাররা ক্রিজ কামড়ে পড়ে থাকতে পারেন কি না, সেটাই লাখ টাকার সওয়াল। নাহলে বড় রানে পৌঁছনো সম্ভব হবে না টিম ইন্ডিয়ার।   

[আরও পড়ুন: মোহনবাগানের নতুন সহ-সভাপতি সৌমিক বোস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement