Advertisement
Advertisement

Breaking News

India vs Ireland

আয়ারল্যান্ডের বিরুদ্ধে নজরে হার্দিকের অধিনায়কত্ব, অভিষেক উমরানের

কেমন হবে ভারতের টিম কম্বিনেশন?

India vs Ireland: Indian Cricket team to face Ireland and Umran Malik debut in that match | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 26, 2022 11:56 am
  • Updated:June 26, 2022 9:17 pm  

স্টাফ রিপোর্টার: লেস্টার থেকে ডাবলিনের দূরত্ব সাড়ে চারশো কিলোমিটারের মতো হবে। রবিবার ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) কাছে এমন একটা দিন, যেখানে পাঁচশো কিলোমিটারের মধ্যে দুটো ভারতীয় দল মাঠে নামবে। বিরাট কোহলিরা যেখানে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের শেষ দিনে নামবেন, সেখানে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন আর একটা ভারতীয় টিম আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলতে নামছে। ভিভিএস লক্ষ্মণ টিমের কোচ হয়ে এসেছেন।

ডাবলিনে দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন হার্দিকরা (Hardik Pandya)। ভারতীয় ক্যাপ্টেন হিসাবে অভিষেক হতে চলেছে হার্দিকের। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন। ট্রফিও জিতেছেন। অনেক প্রাক্তন হার্দিককে ভবিষ্যতের ভারতীয় অধিনায়ক হিসাবে দেখতে শুরু করে দিয়েছেন। স্বাভাবিকভাবে রবিবার ক্যাপ্টেন হার্দিকের দিকেও নজর থাকবে। তেমনই আরও বেশ কয়েকটা জিনিস নিয়ে আলোচনা চলছে-উমরান মালিকের অভিষেক হবে? উইকেটকিপার হিসাবে কাকে দেখা যাবে?

[আরও পড়ুন: ইংল্যান্ডে ব্যস্ত দ্রাবিড়, লক্ষ্মণের কোচিংয়েই আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি ভারতের]

এবারের আইপিএলে (IPL 2022) সবচেয়ে বেশি চর্চায় ছিলেন উমরান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের টিমেও তাঁকে রাখা হয়েছিল। যদিও জম্মু-কাশ্মীরের এই পেসার একটা ম্যাচেও সুযোগ পাননি। এদিনের ম্যাচে উমরানকে (Umran Malik) দলে নেওয়া হল। তাঁর হাতে ক্যাপ তুলে দিয়েছেন ভুবনেশ্বর কুমার। রবিবার জাতীয় দলের জার্সিতে অভিষেক হল উমরান মালিকের। উমরানের সঙ্গে আরও এক তরুণ পেসার রয়েছেন। অর্শদীপ সিং। পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে তিনিও খুব ভাল পারফর্ম করেন। ভারতীয় নেটেও বেশ ভাল বোলিং করেছেন। উমরানের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনিও একটা ম্যাচেও সুযোগ পাননি। এখানে সেই সুযোগটা আসে কি না, সেটাই দেখার।

[আরও পড়ুন: ম্যাচের মাঝে হঠাৎই চলল শেন ওয়ার্নের বিজ্ঞাপন! ‘অত্যন্ত অপমানজনক’, তোপ নেটিজেনদের]

অধিনায়ক হার্দিক একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। তাঁর কথায়, এই ম‌্যাচে বেশ কয়েকজনের অভিষেক হতে পারে। যার পর থেকেই উমরানদের খেলা নিয়ে আরও জল্পনা বেড়ে গিয়েছিল। এবং ম্যাচের সময়ে উমরানকে সুযোগ দেওয়া হল। আরও আছে। ঈশান কিষান (Ishan Kishan), দীনেশ কার্তিক, সঞ্জু স্যামসন-যা খবর, রবিবার তিনজনই খেলছেন। কিন্তু প্রশ্ন এখানেই তিনজন উইকেটকিপার টিমে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ব্যাপারটা একই ছিল। কিন্তু ঋষভ পন্থ থাকায় উইকটেকিপারের দায়িত্বে তাঁকেই দেখা গিয়েছিল। আয়ারল্যান্ডে সেই জায়গায় কার্তিককে দেখা যেতে পারে। এর বাইরে আর একটা খবর রয়েছে। চোট সারিয়ে সূর্যকুমার যাদব ফিরতে চলেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement