স্টাফ রিপোর্টার: প্রথমে নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করা। তার পর ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে ক্লাসে বসে পড়া। তাঁকে নিয়ে যখন গোটা পৃথিবীজুড়ে চর্চা চলছে, যখন তাঁকে নিয়ে বলতে নেমে পড়েছেন কপিল দেব (Kapil Dev) থেকে শুরু করে শোয়েব আখতার, কেভিন পিটারসেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি নিজেকে ডুবিয়ে রাখলেন সাধনায়। যার নাম ক্রিকেট।
Snapshots from #TeamIndia‘s nets session ahead of the third and final ODI against England at Manchester.#ENGvIND pic.twitter.com/twA8AYKUgj
— BCCI (@BCCI) July 16, 2022
রবিবার ম্যাঞ্চেস্টারে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের শেষ ওয়ানডে। সেই ম্যাচ যে জিতবে, ওয়ানডে সিরিজ তার। কারণ, এই মুহূর্তে সিরিজ ১-১ অবস্থায় দাঁড়িয়ে। কিন্তু রোহিতরা টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজ জিতবেন কি না, সেটাকে ছাপিয়ে চর্চায় বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম। দীর্ঘ সময় ধরে রানের বাইরে কোহলি। আন্তর্জাতিক সেঞ্চুরি পাননি প্রায় তিন বছর হতে চলল। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজেও রান পাননি। কিন্তু তাই বলে পরিশ্রম থেকে সরে আসছেন না।
ভারতের এ দিন ঐচ্ছিক অনুশীলন ছিল। কিন্তু কোহলি ঠিক চলে আসেন। পরে পন্থের সঙ্গে লম্বা সময় তাঁকে কথা বলতে দেখা যায়। শোনা যাচ্ছে, ইংল্যান্ড সিরিজ শেষে ক্রিকেট থেকে মাসখানেকের ছুটি নিচ্ছেন কোহলি। লন্ডনেই থাকবেন বলে খবর। তার আগে রবিবারের ইংল্যান্ড ম্যাচ। এখন দেখার, কোহলি সেই ম্যাচে ফর্মে ফিরে তাঁকে নিয়ে চলা এত সমালোচনা, এত উপদেশ, সব এক ধাক্কায় থামিয়ে দিতে পারেন কি না?
কোহলির দিকে ফোকাস থাকলেও, রোহিত (Rohit Sharma) ব্রিগেড দ্বিতীয় ওয়ানডেতে ধাক্কা খাওয়ার পর তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেন কিনা, সেদিকেও অবশ্য নজর থাকবে রবিবার। টি-২০ সিরিজের পর ওয়ানডে সিরিজেও যে কোনও মূল্যে জয়ই চাইবে ভারত। তবে ভারতীয় দলের প্রথম একাদশে তেমন বদলের সম্ভাবনা নেই। শুধু প্রসিদ্ধ কৃষ্ণর বদলে অর্শদীপ সিংকে খেলানোর কথা ভাবা হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.