Advertisement
Advertisement

Breaking News

IND vs ENG 4th T20

পুণেতেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত, ব্যাটিং চিন্তা দূর করতে একাধিক বদলের ভাবনা

ব্যাটারদের নিয়ে আলাদাভাবে আলোচনা টিম ম্যানেজমেন্টের।

IND vs ENG 4th T20: Team India looks to seal series in Pune
Published by: Subhajit Mandal
  • Posted:January 31, 2025 1:14 pm
  • Updated:January 31, 2025 4:33 pm  

স্টাফ রিপোর্টার: সিরিজের প্রথম দুটো ম্যাচে জয়। কিন্তু রাজকোটের হার কিছুটা হলেও চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। চিন্তার কারণ অবশ্যই ব্যাটিং। সঞ্জু স্যামসন রান পাননি। বিশেষ করে পেস আর শর্ট বোলিংয়ের ক্ষেত্রে সঞ্জুর দুর্বলতা রাজকোটে দেখা গিয়েছিল। অধিনায়ক সূর্যকুমার যাদবও রানের মধ্যে নেই। টপ অর্ডার রান না করায় মিডল অর্ডারের উপর চাপ পড়ে যাচ্ছে। চিপকে একা তিলক ভার্মা ম্যাচ জিতিয়েছিলেন। কিন্তু সব ম্যাচে সেটা হবে না, গৌতম গম্ভীররা সেটা ভালো করেই জানেন।

পুণেতে চতুর্থ টি-টোয়েন্টিতে (IND vs ENG 4th T20) নামার আগে ব্যাটারদের নিয়ে হয়তো ভারতীয় কোচ আলাদাভাবে আলোচনা করেছেন। ব্যাটিং অর্ডার নিয়েও সামান্য সমস্যা রয়েছে। রিঙ্কু সিংয়ের চোটের ফলে জুরেলকে সাত নম্বরে খেলানো হচ্ছে। কিন্তু ওই পজিশনে জুরেলকে স্বচ্ছন্দ দেখাচ্ছে না। কারও কারও মনে হচ্ছে টি-টোয়েন্টিতে জুরেল খুব একটা মানানসই নন। তবে ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে এদিন সাংবাদিক সম্মেলনে বলে যান, “রিঙ্কু এখন পুরোপুরি ফিট। নেটে ব্যাটিংও করেছে।” যার অর্থ জুরেলের জায়গায় রিঙ্কু খেলতে পারেন।

Advertisement

শিবম দুবেকে স্কোয়াডে ডেকে নেওয়া হয়েছে। কারও কারও মতে, লোয়ার অর্ডারে দুবে অনেক বেশি ভালো বিকল্প। সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরের জায়গায় দুবে কিংবা রামনদীপ সিংকে খেলানোর কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। যদিও পুণের যা উইকেট, তাতে স্পিনাররা বাড়তি সুবিধে পেতে পারেন। সেক্ষেত্রে আবার ওয়াশিংটনকেও খেলিয়ে দেওয়া হতে পারে।

তবে ভারতকে স্বস্তি দেবে বরুণ চক্রবর্তীর ফর্ম। ইংল্যান্ড ব্যাটিংকে রীতিমতো নাজেহাল করে দিয়েছেন বরুণ। রাজকোটেও পাঁচ উইকেট নিয়েছেন। এর বাইরে অবশ্য ভারতীয় দলে খুব একটা বদল হবে বলে মনে হয় না। মহম্মদ শামি প্রথম দুটো ম্যাচে খেলেননি। দীর্ঘদিন পর চোট সারিয়ে ফিরেছেন শামি। তাঁকে সব ম্যাচে খেলানো হবে না, সেটা আগে থেকেই ঠিক ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবে শামিকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে পুণেতে হয়তো শামি খেলবেন।

আজ টিভিতে ভারত বনাম ইংল্যান্ড
চতুর্থ টি-টোয়েন্টি, পুণে, সন্ধে ৭.০০
স্টার স্পোর্টস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement