Advertisement
Advertisement

Breaking News

India vs England

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জোড়া অভিষেকের সম্ভাবনা, পিচের চরিত্র নিয়ে জল্পনা

বাদ পড়তে পারেন কেএস ভরত।

India vs England: Sarfaraz Khan is all but set to make his international debut | Sangbad Pratidin

আরও সমস্যায় রোহিতের ভারতীয় দল। ছবি: X হ্যান্ডেল

Published by: Subhajit Mandal
  • Posted:February 14, 2024 1:40 pm
  • Updated:February 14, 2024 2:32 pm  

স্টাফ রিপোর্টার: বিশাখাপত্তনমে দুরন্ত প্রত্যাবর্তনের পরও ভারতীয় ড্রেসিংরুমে চিন্তার আবহ। কারণটা অবশ্যিই চোট-আঘাত সমস্যায় টিমের সেরা ক্রিকেটারদের না পাওয়া। সিরিজের শুরু থেকেই যা রোহিত শর্মাদের (Rohit Sharma) ভালোরকম ভোগাচ্ছে। তৃতীয় টেস্টে লোকেশ রাহুল খেলতে পারছেন না।

যা পরিস্থিতি, তাতে রাজকোটে সরফরাজ খানের টেস্ট অভিষেক হয়ে যেতে পারে। গত কয়েকটা মরশুম থেকেই ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছেন সরফরাজ (Sarfarz Khan)। ভারতীয় দলে তবু সুযোগ আসছিল না। যা নিয়ে প্রাক্তনদের অনেকেই সোচ্চার হয়েছিলেন। অবশেষে সেই সুযোগটা আসতে চলেছে। শুধু সরফরাজ নন, আরও এক ক্রিকেটার অভিষেক হতে পারেন। ধ্রুব জুরেল (Dhruv Jurel)। প্রথম দুটো টেস্টে শ্রীকর ভরতকে (KS Bharat) খেলানো হলেও তাঁর পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। বিশেষ করে ব্যাটিংয়ে। সেভাবে রান করতে পারছেন না। যা নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টও খুব একটা সন্তুষ্ট নয় বলেই শোনা গেল। ব্যাাটিংয়ের দিক থেকে ধ্রুব অনেকটাই এগিয়ে ভরতের থেকে, অনেকে সেরকমটাই মনে করছে।

Advertisement

[আরও পড়ুন: বিলকিস মামলায় সরকারকে ‘কুমন্তব্য’! সুপ্রিম রায়ের বিরোধিতায় শীর্ষ আদালতেই গুজরাট]

আরও একটা ব্যাপার নিয়ে চর্চা চলছে–রাজকোটের উইকেটের চরিত্র কেমন হবে? সাধারণত ব্যাটিং উইকেট হয় রাজকোটে। আট বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট হয়েছিল, সেখানেও একইরকম পাটা পিচ ছিল। উইকেট নিয়ে কুলদীপ যাদবকে প্রশ্ন করা হয়েছিল। ভারতীয় তারকা স্পিনার বলেন, “ক্রিকেটে সবকিছুই খুব গুরুত্বপূর্ণ। পেস বোলারদের জন্যও অনেক কিছু থাকে। সেটা আপনারা গত ম্যাচে দেখেওছেন। ভালো ক্রিকেটের জন্য সবসময় ভাল উইকেট দরকার। তবে এরকম নয় যে টার্নিং উইকেট দেখা যাবে না। ভবিষ্যতে আবারও টার্নিং উইকেট দেখা যেতেই পারে।”

[আরও পড়ুন: রাজ্যপালের কনভয়ে ঢুকে পড়ল গাড়ি, শাহজাহানের চক্রান্ত! অভিযোগ রাজভবনের]

সিরিজ শুরুর আগে মনে করা হচ্ছিল যে ঘূর্ণি উইকেট থাকবে। কিন্তু প্রথম দুটো টেস্টে একেবারেই তা ছিল না। ভালো স্পোর্টিং উইকেট বলতে যা বোঝায়, ঠিক সেটাই দেওয়া হয়েছিল। ইদানীংকালে ভারতের মাটিতে খেলা থাকলে প্রতিপক্ষের জন্য ঘূর্ণি উইকেটই তৈরি হয়। ঠিক যেমন বিদেশে খেলতে গেলে ভারতীয় টিমের জন্যই গ্রিন টপ প্রস্তুত করা হয়। কুলদীপকে জিজ্ঞেস করা হয়, হঠাৎ করে পরিকল্পনায় বদল কেন? কুলদীপ স্পষ্টভাবে বলে দিয়ে যান, এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তিনি বলেন, “এটা নিয়ে আমার কোনও আইডিয়া নেই। র‌্যাঙ্ক টার্নারে আমি খেলিনি। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি সবসময় খেলাটা উপভোগ করার চেষ্টা করি, সেটা যে পিচেই খেলা হোক না কেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement