ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা পরবর্তী যুগে দেশের মাটিতে হতে চলা প্রথম টেস্টটি কি গ্যালারিতে বসে দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা? চিদাম্বরম স্টেডিয়ামে কি চাক্ষুস করা যাবে বিরাট কোহলি (Virat Kohli) বনাম বেন স্টোকসের লড়াই? অবশেষে মিলল সে প্রশ্নের উত্তর। মঙ্গলবার তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানিয়ে দেওয়া হল, ফাঁকা মাঠেই আয়োজিত হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট।
করোনা কালে খেলার মাঠে বল গড়ালেও দর্শকাসন শূন্যই ছিল। আমিরশাহীতে সমর্থকশূন্য মাঠেই আয়োজিত হয়েছে আইপিএল। অস্ট্রেলিয়ার মাঠে সমর্থকরা ফিরলেও ভারতে সেই ছবিটা দেখা যাবে কি না, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েই গিয়েছিল। তবে চলতি মাস থেকে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেয় কেন্দ্র। তা সত্ত্বেও ধীরে চলো নীতিই নিচ্ছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবেই দর্শকশূন্যভাবেই আয়োজিত হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। তবে দ্বিতীয় টেস্টে ৫০ শতাংশ দর্শককে অনুমতি দেওয়া হবে।
তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সচিব আরএস রামাস্বামী বলেন, দ্বিতীয় টেস্টে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি চাওয়া হয়েছিল বিসিসিআইয়ের কাছে। তাতে সবুজ সংকেত মিলেছে। অর্থাৎ ৫ তারিখ থেকে শুরু হতে চলা প্রথম ম্যাচটি দেখতে টিভির পর্দাতেই চোখ রাখতে হবে দর্শকদের। তবে ১৩ ফেব্রুয়ারি শুরু দ্বিতীয় টেস্টে ওই মাঠেই উপস্থিত থাকার সুযোগ পাবেন দর্শকরা।
Team bonding 🤜🤛
Regroup after quarantine ✅
A game of footvolley 👍#TeamIndia enjoys a fun outing at Chepauk ahead of the first Test against England. 😎🙌 – by @RajalArora #INDvENGWatch the full video 🎥👉 https://t.co/fp19jq1ZTI pic.twitter.com/wWLAhZcdZk
— BCCI (@BCCI) February 2, 2021
পরের দুটি ম্যাচ মোতেরা স্টেডিয়ামে। সেখানে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি সোমবারই দিয়েছে ভারতীয় বোর্ড। বিরাট কোহলিদের তৃতীয় টেস্ট দেখতে মাঠে আসতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে, ইতিমধ্যেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন কাটিয়ে প্র্যাকটিসে নেমে পড়েছে ভারতীয় দল। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে জোর কদমে অনুশীলনে বিরাটও। অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে আসা ভারতীয় দল দেশের মাটিতে ফেভারিট হিসেবেই নামতে চলেছে ইংল্যান্ডে বিরুদ্ধে। এই সিরিজই ভারতকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে দিতে পারে। যেখানে ইতিমধ্যেই নিজেদের স্থান পাকা করে ফেলেছে নিউজিল্যান্ড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.