Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

ইংল্যান্ডের বিরুদ্ধে সমতা ফেরানোর লড়াই ভারতের, প্রথম একাদশ নিয়ে তুঙ্গে চর্চা

রোহিত কি ফিরছেন?

India vs England: Indian Cricket team to face England in 2nd T-20 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 14, 2021 3:09 pm
  • Updated:March 14, 2021 3:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে লজ্জার হার এবং ব্যক্তিগত খারাপ ফর্ম রাতারাতি টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kholi) খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে। একযোগে দল নির্বাচন নিয়ে বিরাটকে সমালোচনায় বিদ্ধ করেছেন শেহওয়াগ-গম্ভীরদের মতো প্রাক্তনীরা। আসলে প্রথম ম্যাচে ভারত ব্যাট-বল-ফিল্ডিং সব বিভাগেই ইংল্যান্ডের কাছে পর্যুদস্ত হয়েছে। সেই ধাক্কা সামলে ওঠার আগেই রবিবার একই মাঠে দ্বিতীয় ম্যাচে নামতে হচ্ছে বিরাটদের। স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচে যে কারণে ভারত অধিনায়ককে সমালোচিত হতে হয়েছিল, সেই দল নির্বাচনের বিষয়টি এদিনও ফোকাসে থাকছে।

প্রথম ম্যাচে অধিনায়ক বিরাটকে সবচেয়ে বেশি সমালোচিত হতে হয়েছিল টিম ইন্ডিয়ার (Team India) হিটম্যান রোহিত শর্মাকে (Rohit Sharma) বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের জন্য। রোহিতের অনুপস্থিতিতে ইংরেজ পেস ব্যাটারির সামনে কার্যত অসহায়ের মতো আত্মসমর্পণ করে ভারতের টপ অর্ডার। দীর্ঘদিন বাদে দলে ফেরা শিখর ধাওয়ান বা সীমিত ওভারের স্পেশ্যালিস্ট রাহুল দাগ কাটতে পারেননি। তাই দ্বিতীয় ম্যাচের আগে দাবি উঠছে রোহিতকে ফেরানোর। শুধু রোহিত নন, সূর্যকুমার যাদব, ঈশান কিষণের মতো তরুণ, যারা কিনা এবারই প্রথম দলে সুযোগ পেয়েছেন, তাঁদেরও প্রথম একাদশে খেলানোর দাবি উঠছে। কিন্তু ভারতীয় শিবির সূত্রের খবর, এই ম্যাচে তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বিরাট কোহলি চাইছেন ওপেনার হিসেবে আরও একটি ম্যাচে ধাওয়ান-রাহুলদের সুযোগ দিতে। যাতে রোহিতের সম্ভাব্য ওপেনিং সঙ্গী খুঁজে নেওয়া যায়।

Advertisement

[আরও পড়ুন: শনি-রাতে কেন টানা চারটি ছক্কা হাঁকিয়েই থামলেন? নিজেই কারণ জানালেন যুবরাজ]

আগের ম্যাচে চার নম্বরে সুযোগ পেয়েছিলেন পন্থ (Rishav Pant)। টিম ম্যানেজমেন্ট তাঁকে চার নম্বরে আরও একবার সুযোগ দিয়ে দেখতে চায়। আগের ম্যাচে ৫ নম্বরে নেমে রান পেয়েছেন শ্রেয়স আইয়ার। সুতরাং এই ম্যাচে তাঁর খেলাটাও নিশ্চিত। অর্থাৎ সূর্য বা ঈশান কিষণদের এই ম্যাচে খেলা হচ্ছে না। বোলিং বিভাগেও এই ম্যাচে খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে, একজন পেসারের পরিবর্তে নবদীপ সাইনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement