Advertisement
Advertisement
India vs England

চিপকের স্পিনে ধরাশায়ী ইংল্যান্ড, দ্বিতীয় টেস্টে বিরাট জয় ভারতের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে উঠে এল টিম ইন্ডিয়া।

India vs England: India beats England cricket team by 317 runs | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 16, 2021 12:47 pm
  • Updated:February 16, 2021 1:17 pm  

ভারত: ৩২৯ (রোহিত-১৬১, পন্থ-৫৮*) ও ২৮৬ (অশ্বিন-১০৬, বিরাট ৬২)
ইংল্যান্ড: ১৩৪ (ফোকস-৪২*) ও ১৬৪ (মইন আলি ৪৩, রুট ৩৩)
ভারত ৩১৭ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কামব্যাক সম্ভবত একেই বলে। প্রথম টেস্টে একপ্রকার অপ্রত্যাশিতভাবেই ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে (Indian Cricket Team)। দ্বিতীয় টেস্টেই সেই হারের ‘বদলা’ নিলেন বিরাট কোহলিরা। ‘রুট অ্যান্ড কোম্পানি’কে আরও বড় ব্যবধানে হারাল ভারত। চিপকের দ্বিতীয় টেস্টে ভারত জিতল ৩১৭ রানে। সেই সঙ্গে ৪ ম্যাচের সিরিজে সমতা ফেরাল ‘টিম ইন্ডিয়া’। জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। 

ভারতের দেওয়া ৪৮১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে গতকালই ৫৩ রানের বিনিময়ে ৩ উইকেট খুইয়ে ফেলেছিল ইংল্যান্ড (England)। ম্যাচের চতুর্থ দিন সকালেও প্রত্যাশিতভাবেই দাপট দেখালেন ভারতীয় স্পিনাররা। তবে, এদিন অশ্বিনের থেকে বেশি বিপজ্জনক মনে হল অক্ষর প্যাটেলকে (Axar Patel)। দ্বিতীয় ইনিংসে ৬০ রানের বিনিময়ে ৫ টি উইকেট দখল করলেন তিনি। এর মধ্যে রয়েছে জো রুটের উইকেটও। সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসাবে অভিষেক ম্যাচে  ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন অক্ষর প্যাটেল।  এই ইনিংসেও প্রথম ইনিংসের মতো সপ্রতিভ দেখাল অশ্বিনকে (Ravichandra Ashwin)। দ্বিতীয় ইনিংসে তিনি নিলেন ৩টি উইকেট। কুলদীপ যাদব প্রথম ইনিংসে কার্যত প্রভাবহীন থাকলেও দ্বিতীয় ইনিংসে দখল করলেন দু’টি উইকেট। অর্থাৎ, দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের দশটি উইকেটই দখল করলেন ভারতীয় স্পিনাররা। রুটরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেলেন ১৬৪ রানে। ইংরেজ ব্যাটসম্যানদের মধ্যে মইন আলি সর্বোচ্চ ৪৩ এবং রুট ৩৩ রান করলেন।

[আরও পড়ুন: সেঞ্চুরির মালিক যেন তিনিই! অশ্বিনের শতরানে বাঁধভাঙা উচ্ছ্বাস সিরাজের, ভাইরাল ভিডিও]

জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। ইংল্যান্ড নেমে গেল চতুর্থ স্থানে। তবে, দ্বিতীয় স্থান ধরে রাখতে হলে সিরিজ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। সিরিজের শেষ দুটি ম্যাচের মধ্যে কোনও ম্যাচ হারা চলবে না। অন্যদিকে ইংল্যান্ডকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে দুটি ম্যাচই জিততে হবে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement