Advertisement
Advertisement

Breaking News

India vs England

অবশেষে অভিষেক সরফরাজের, তৃতীয় টেস্টে চার বদল ভারতীয় দলে

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

India vs England: 4 changes in Indian Team as Sarfaraz Khan makes debut | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 15, 2024 9:50 am
  • Updated:February 15, 2024 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে পরিশ্রমের পুরস্কার মিলল। জাতীয় দলে অভিষেক হয়ে গেল সরফরাজ খানের। গত তিন মরশুম ধরে বিস্ফোরক ব্যাটিং করে চলেছেন। তবুও জাতীয় দলে ব্রাত্য ছিলেন তিনি। বাইশ গজের যুদ্ধে মারকুটে মেজাজে একাধিক ইনিংস খেললেও, জাতীয় নির্বাচকদের মন কিছুতেই গলছিল না। ভারতীয় দলের (Indian Cricket Team) চোট আঘাত সমস্যাই খুলে দিল সরফরাজের ভাগ্যের দরজা।

বৃহস্পতিবার রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট শুরু হল (India vs England)। রাজকোটে ভারতীয় টিম ম্যানেজমেন্ট চারটি বদল এনেছে। সরফরাজের পাশাপাশি অভিষেক হয়েছে ধ্রুব জুরেলেরও। প্রথম দুটো টেস্টে শ্রীকর ভরতকে (KS Bharat) খেলানো হলেও তাঁর পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। বিশেষ করে ব্যাটিংয়ে। সেভাবে রান করতে পারেননি। ব্যাাটিংয়ের দিক থেকে ধ্রুব অনেকটাই এগিয়ে ভরতের থেকে। সম্ভবত সেকারণেই ভরতকে বসিয়ে তরুণ ধ্রুবকে খেলানো হল।

Advertisement

[আরও পড়ুন: আচমকা কলকাতায় প্রিয়াঙ্কা গান্ধী, কারণ ঘিরে জল্পনা]

এদিন ভারতীয় দলে আরও একটি চমকপ্রদ বদল এসেছে। চোট সারিয়ে দলে ফেরা রবীন্দ্র জাদেজাকে খেলানো হয়েছে অক্ষর প্যাটেলের জায়গায়। অক্ষর প্রথম দুই টেস্টে খারাপ খেলেননি। বিশেষ করে ব্যাট হাতে। তবে বল হাতে সেভাবে নজর কাড়তে না পারায় বাদ পড়তে হল তাঁকে। এদিন বাদ পড়তে হয়েছে বাংলার পেসার মুকেশ কুমারকেও। তাঁর বদলে বিশ্রাম সেরে দলে ফিরেছেন মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শেষ ইনিংসে রাজকোটের পিচে স্পিনাররা সহায়তা পাবেন বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।

[আরও পড়ুন: উচ্চমাধ্যমিকেও ইউনিক সিরিয়াল নম্বর, প্রশ্ন ফাঁস রুখতে কড়া সংসদ]

রাজকোট টেস্টে ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, শুভমান গিল, রজত পাটিদার, সরফরাজ় খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement