Advertisement
Advertisement
Yashasvi Jaiswal

টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি, ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া রেকর্ডের মালিক জয়সওয়াল

টেস্টের দ্বিতীয় দিনের খেলার শুরুতেই ২০০ রানের মাইলস্টোন স্পর্শ করেন যশস্বী। শোয়েব বাশিরের ডেলিভারিতে বাউন্ডারি হাঁকিয়ে দুশোর গণ্ডি পেরিয়ে যান তিনি। ৩৯৬ রানে অলআউট ভারতের প্রথম ইনিংস।

Yashasvi Jaiswal Hits Maiden 200 in India vs England 2nd test | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 3, 2024 10:25 am
  • Updated:February 3, 2024 12:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় টেস্টের (India vs England) প্রথম দিন ১৭৯ রানে অপরাজিত থেকে ক্রিজ ছাড়েন যশস্বী জয়সওয়াল। বাকি ব্যাটাররা যখন চেনা উইকেটেও ইংলিশ বোলারদের সামনে অসহায়, তখন এক কুম্ভ সামলাচ্ছিলেন তরুণ তুর্কি। তখনই ক্রিকেটপ্রেমীদের মনে উঁকি দিচ্ছিল প্রশ্নটা। এ ম্যাচেই কি তবে ডাবল সেঞ্চুরি হাঁকাবেন তিনি? হ্যাঁ, তিনি পারলেন। টেস্টে প্রথমবার দ্বিশতরানের নজির গড়লেন যশস্বী (Yashasvi Jaiswal)।

শনিবার অর্থাৎ টেস্টের দ্বিতীয় দিনের খেলার শুরুতেই ২০০ রানের মাইলস্টোন স্পর্শ করেন যশস্বী। শোয়েব বাশিরের ডেলিভারিতে বাউন্ডারি হাঁকিয়ে দুশোর গণ্ডি পেরিয়ে যান তিনি। ২৭৭ বলে ডাবল সেঞ্চুরি করে দলকে ৪০০ রানের কাছাকাছি পৌঁছে দেন তিনি। রোহিত-গিলরা যেখানে ব্যাট হাতে বারবার ব্যর্থ হচ্ছেন, সেখানে ২৯০ বলে ২০৯ রানের মন ভালো করা ইনিংস খেলে তরুণ যশস্বী যেমন বার্তা দিলেন, সুযোগ পেলে দলের জন্য ঠিক কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। অ্যান্ডারসনের ডেলিভারিতে প্যাভিলিয়নে ফেরেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: ডার্বিতে নেই মিডফিল্ড জেনারেল, সৌভিকের জায়গা কীভাবে ভরাট করবেন কুয়াদ্রাত?]

ইংল্যান্ডের (England) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মারমুখী মেজাজে শতরান করেন যশস্বী। বীরেন্দ্র শেহওয়াগের মতো মারকাটারি ব্যাটিংয়ে একাই চাপে ফেলে দেন ইংল্যান্ডকে। যার পরই এক্স হ্যান্ডেলে তাঁকে বিশেষ বার্তা দেন শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। লেখেন, “যশস্বী ভব।” সোশাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই টুইট। আর এদিন দ্বিশতরান করতেই শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করেন উত্তরপ্রদেশের তরুণ। বিসিসিআই টুইট করে তাঁকে কুর্নিশ জানিয়েছে। এক্স হ্যান্ডেলে আপাতত ছয়লাপ ট্রেন্ডিং যশস্বীতেই। সুনীল গাভাসকর এবং বিনোদ কাম্বলির পর তৃতীয় কনিষ্ঠ ব্যাটার হিসেবে টেস্টে দ্বিশতরানের মালিক তিনি। পাশাপাশি গৌতম গম্ভীরের পর কোনও ভারতীয় বাঁ-ব্যাটার টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন। 

এদিকে অশ্বিন ২০ রানে প্যাভিলিয়নে ফেরার পর টেল এন্ডাররা আর ইনিংস টেনে নিয়ে যেতে পারেননি। যার ফলে ৪০০ রানের আগেই শেষ ভারতের প্রথম ইনিংস। ৩৯৬ রানে অলআউট রোহিত বাহিনী।

[আরও পড়ুন: মালদ্বীপ থেকে সেনা সরাবে ভারত! দ্বীপরাষ্ট্রের দাবিতে জোর জল্পনা, কী জানাল নয়াদিল্লি?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement