সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ (IND vs BAN)। প্রথম টেস্ট হবে চেন্নাইয়ে, দ্বিতীয় টেস্ট কানপুরে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দল। সদ্য পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। ফলে তাদেরকে খুব একটা হালকাভাবে নিচ্ছে না গম্ভীর বাহিনী। সিরিজ জয়ের পাশাপাশি একাধিক রেকর্ডের হাতছানিও থাকছে ভারতীয় তারকাদের সামনে।
যার মধ্যে প্রথমেই নাম করতে হয় ‘কিং’ কোহলির। তাঁর সামনে নয়া নজিরের হাতছানি। আর মাত্র ৫৮ রান করলেই তিনি ছুঁয়ে ফেলতে পারবেন শচীন তেণ্ডুলকরের অনন্য রেকর্ডকে। সেই সঙ্গে তিনি পৌঁছে যাবেন ২৭ হাজার রানে। ৬০০ ইনিংসের আগে ২৭ হাজার রানে পৌঁছনো প্রথম ক্রিকেটার হবেন বিরাট। এছাড়া তিনি যদি আর তিনটি হাফসেঞ্চুরি করতে পারেন, তাহলে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০-টি হাফসেঞ্চুরি হয়ে যাবে কোহলির। পাশাপাশি আর ১৫২ রান করলে তিনি টেস্টে ৯০০০ রান করে ফেলবেন। আর একটি সেঞ্চুরি করলেই বিরাট শতরানের তালিকায় ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যাবেন।
শুধু ‘কিং’ নন, রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে আছেন ‘হিটম্যান’ রোহিতও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত তিনি ৯টি সেঞ্চুরি করেছেন। যদিও তাঁর থেকে বেশি সেঞ্চুরি করেছেন জো রুট, মার্নাস লাবুশেন, কেন উইলিয়ামসন। তবে ভারত অধিনায়কের কাছে সুযোগ রয়েছে দশম সেঞ্চুরি করার। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০টি সেঞ্চুরি হবে তাঁর। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে রোহিতের সেঞ্চুরি সংখ্যা ৪৮। ফলে সেঞ্চুরির হাফসেঞ্চুরিতে পৌঁছতে তাঁর আর দুটি শতরান দরকার। সেই সঙ্গে আর ৮টি ছক্কা হাঁকালেই বীরেন্দ্র শেহওয়াগকে ছাপিয়ে যাবেন রোহিত। ভারতীয়দের মধ্যে টেস্টে সব বেশি ছয় মারার তালিকায় শীর্ষে উঠে যাবেন তিনি।
অনেকগুলি রেকর্ডের হাতছানি রবিচন্দ্রন অশ্বিনের সামনেও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনি ১৭৪টি পেয়েছেন। আর মাত্র ১৪টি উইকেটে ভারতীয় স্পিনার ছাপিয়ে যাবেন নাথান লিঁওকে। এই টুর্নামেন্টের চলতি পর্যায়ে অশ্বিনের উইকেট ৪২। আর ১০ উইকেটে জোস হ্যাজেলউডকে টপকে যাবেন। দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে অশ্বিনের উইকেট সংখ্যা ২৩। এই রেকর্ড ভাঙতে তাঁর লাগবে আর ৯টি উইকেট। তাহলেই জাহির খানকে পিছনে ফেলতে পারবেন অশ্বিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.