Advertisement
Advertisement
India vs Bangladesh

ঈশান-বিরাটদের তাণ্ডবের পর বল হাতেও দাপট, শেষ ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে মানরক্ষা ভারতের

সিরিজ হারের ক্ষতে খানিকটা প্রলেপ পড়ল।

India vs Bangladesh: India wins face saving last match | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 10, 2022 6:46 pm
  • Updated:December 10, 2022 6:55 pm  

ভারত: ৪০৯-৮ (ঈশান ২১০, কোহলি ১১৩)
বাংলাদেশ: ১৮২ (শাকিব ৪৩, লিটন ২৯)
ভারত ২২৭ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ ভারতীয় ক্রিকেট সমর্থকরা যেটা কস্মিনকালেও কল্পনা করতে পারতেন না, বাংলাদেশের মাটিতে সেটাই হয়েছে। প্রতিবেশী দেশের বিরুদ্ধে প্রথম দু’ম্যাচ হেরে আস্ত একটা ওয়ানডে (ODI) সিরিজ খোয়াতে হয়েছে।  তবে সেই সিরিজ হারের ক্ষতে খানিকটা প্রলেপ পড়ল শনিবার। শেষ ম্যাচ তথা নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশকে কার্যত দূরমুশ করে দিল ভারতীয় দল। ঝুড়ি ঝুড়ি নজির গড়ে রেকর্ড বুকে নাম লেখালেন ঈশান কিষান, বিরাট কোহলিরা (Virat Kohli)। বাংলাদেশ সিরিজে সেটাই প্রাপ্তি হয়ে রইল ভারতের।

শনিবার চট্টগ্রামে নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি ভারতের। শিখর ধাওয়ান (Sikhar Dhawan) এদিনও ব্যর্থ হন। কিন্তু শিখরের ওপেনিং সঙ্গী ঈশান কিষান (Ishan Kishan) সেই ব্যর্থতা শুধু মুছিয়ে দিলেন তাই নয়, সেই সঙ্গে গড়ে ফেললেন বহু নজির। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ডাবল সেঞ্চুরির মালিক হয়ে গেলেন বাঁহাতি ওপেনার।মাত্র ১২৬ রানে এদিন দ্বিশতরানে পৌঁছে যান ঈশান। এর আগে ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল ক্রিস গেইলের দখলে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। এদিন ১৩০ বলে ২১০ রানের ইনিংসে ঈশান ২৪টি বাউন্ডারি এবং ১০টি ছক্কা হাঁকিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: বাগদানের দিন প্রায় ১০০ জন মিলে তরুণী চিকিৎসককে অপহরণ! বাড়ি ভাঙচুর, ভিডিও ভাইরাল]

ঈশানের এই অনবদ্য ইনিংসের আড়ালে আরও একজন অনবদ্য কীর্তি গড়ে ফেলেছেন। তিনি বিরাট কোহলি। নিজের ওয়ানডে কেরিয়ারের ৪৪তম সেঞ্চুরিটি এদিনে পেয়ে গিয়েছেন বিরাট। মাত্র ৮৫ বলে সেঞ্চুরিতে পৌঁছে যান তিনি। ২০১৯ সালের অক্টোবরের পর ওয়ানডে ক্রিকেটে এই প্রথম সেঞ্চুরি বিরাটের। এটি আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের ৭২তম শতরান। মোট সেঞ্চুরির নিরিখে রিকি পন্টিংকে টপকে গেলেন তিনি। বিরাটের সামনে শুধু শচীন তেণ্ডুলকর। দুই তারকার দুই অনবদ্য ইনিংসে ভর করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৪০৯ রান তুলে ফেলে।

[আরও পড়ুন: G-20 সম্মেলনে রাজ্যের ভাল দিক তুলে ধরার বার্তা মোদির, বৈঠকে বলার সুযোগ পেলেন না মমতা]

বাকি যেটুকু কাজ বাকি ছিল, সেটা পূরণ করে দেন বোলাররা। ৪১০ রানের বিরাট লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে হয় বাংলাদেশকে। এক শাকিব আল হাসান আর লিটন দাস ছাড়া বাকি কোনও ব্যাটার সেভাবে প্রভাব ফেলতে পারেননি। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৮২ রানে। ২২৭ রানে জেতে ভারত। টেস্ট সিরিজের আগে এই বিরাট জয় বাড়তি অক্সিজেন দেবে ভারতকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement