Advertisement
Advertisement

Breaking News

Cricket

মেলবোর্নে দুরন্ত বোলিং অশ্বিনদের, ‘‌বক্সিং ডে’ টেস্টে জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার লিড মাত্র ২ রানের, হাতে চার উইকেট।

India vs Australia: Team India is in a very good position to win Boxing day test | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:December 28, 2020 12:47 pm
  • Updated:December 28, 2020 1:23 pm  

অস্ট্রেলিয়া (‌প্রথম ইনিংস):‌ ৭২.‌৩ ওভারে ১৯৫/‌১০ (‌লাবুশানে ৪৮, বুমরাহ ৪/‌৫৬)‌
ভারত (‌প্রথম ইনিংস):‌ ১১৫.‌১ ওভারে ৩২৬/১০ (রাহানে ১১২‌, জাদেজা ৫৭‌, স্টার্ক ৩/‌৭৮‌)‌
অস্ট্রেলিয়া (‌দ্বিতীয় ইনিংস):‌ ৬৬ ওভারে ‌১৩৩/‌৬ (‌ওয়েড ৪০, জাদেজা ২/‌২৫)‌
অস্ট্রেলিয়া এগিয়ে ২ রানে, তৃতীয় দিনের খেলা শেষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ অ্যাডিলেড টেস্টে হারের পর মেলবোর্নে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্টে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া (Team India)। বিরাট কোহলি–মহম্মদ শামির অনুপস্থিতিতেই অজিদের কার্যত কোনঠাসা করে দিল ভারত। ব্যাট হাতে রাহানের (Ajinkya Rahane) অধিনায়কোচিত শতরান এবং জাদেজার দুরন্ত অর্ধ–শতরানের দৌলতে প্রথম ইনিংসে যেমন ১৩১ রানের গুরুত্বপূর্ণ লিড পেল টিম ইন্ডিয়া। তেমনই বোলারদের দুরন্ত পারফরম্যান্সে সেই রান তুলতে গিয়েই ছ’‌উইকেট হারিয়ে ফেলল অজিরা। তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ১৩৩ রান। লিড এখন মাত্র ২ রানের। পরিস্থিতি যা তাতে বড় কোনও অঘটন না ঘটলে চতুর্থ দিনেই ম্যাচের ফয়শালা হয়ে যেতে পারে।

Advertisement

এদিন দ্বিতীয় দিনের পাঁচ উইকেটে ২৭৭ রান থেকে খেলা শুরু করে ভারত। কিন্তু দ্রুত রান আউট হয়ে ফিরে যান রাহানে। দুরন্ত ১১২ রান করলেন তিনি। তবে তাঁর রান আউট নিয়ে যথেষ্ট বিতর্কও দেখা দেয়। ভারতীয় ক্রিকেট ভক্তদের দাবি, ওই সময় আউট ছিলেন না রাহানে। এরপর জাদেজাও ফিরে যান অর্ধ–শতরান করে। শেষপর্যন্ত ৩২৬ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। কিন্তু লিড পায় ১৩১ রানের।

[আরও পড়ুন:‌ গোল শোধের মানসিকতা রয়েছে দলের, একটা জয়ই সব বদলে দেবে, আশাবাদী এসসি ইস্টবেঙ্গল]

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জো বার্নসের উইকেট হারায় অস্ট্রেলিয়া (Australia)। এরপর লাবুশানে ফেরেন ২৮ রান করে। আট রান করে বুমরাহর বলে বোল্ড হন স্টিভ স্মিথ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দুরন্ত বল করেন অশ্বিন। তবে তাঁকে যোগ্যসঙ্গত দেন জাদেজাও। অশ্বিন যেখানে লাবুশানেকে আউট করেন, সেখানে জাদেজা নেন ওয়েড (‌৪০)‌ এবং টিম পেইনের (‌১)‌ উইকেট। সিরাজও একটি উইকেট পান। অজিদের হয়ে সর্বোচ্চ রান এখনও পর্যন্ত ওয়েডেরই। দিনের শেষে আপাতত ক্রিজে রয়েছেন ক্যামেরন গ্রিন (১৭‌)‌ এবং প্যাট কামিন্স (‌১৫)। হাতে মাত্র চারটি উইকেট এবং লিড কেবল ২ রানের। পরিস্থিতি যা বড় কোনও অঘটনা না ঘটলে চতুর্থদিনেই ম্যাচ পকেটে পুরে নিতে পারেন রাহানেরা।‌

[আরও পড়ুন:‌ মারাদোনাকে শ্রদ্ধা জানাতে ৬ ফুটের বিরাট কেক তৈরি করল এই বেকারি, ভাইরাল ছবি]

এদিকে, মহম্মদ শামির পর এবার চোটের কবলে ভারতীয় দলের আরেক পেসার উমেশ যাদবও। এদিন এক উইকেট নিলেও পুরো চার ওভারও বল করতে পারেননি তিনি। কাফ মাসলে ব্যথা অনুভব হওয়ায় উমেশ ড্রেসিংরুমে ফিরে যান। পরবর্তীতে বোর্ডের তরফ থেকে টুইট করে জানানো হয়, উমেশের চোটের স্ক্যান করা হবে। তারপরই বোঝা যাবে চোট কতটা গুরুতর।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement