Advertisement
Advertisement
Raipur Stadium

অন্ধকারে ডুববে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ? বকেয়ার কোপে বিদ্যুৎ বিচ্ছিন্ন রায়পুরের স্টেডিয়াম

ম্যাচের ভবিষ্যৎ নিয়ে চলছে জল্পনা।

India vs Australia T-20 match will take place at Raipur stadium which has an outstanding bill of 3.16 crore। Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 1, 2023 1:49 pm
  • Updated:December 1, 2023 2:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রায়পুরে ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ আজ শুক্রবার। কিন্তু সেই ম্যাচে কি আলো জ্বলবে? ম্যাচের ভবিষ্যৎ কি অন্ধকারে? একটি সংবাদমাধ্যমের খবর, বিদ্যুৎ বিচ্ছিন্ন রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়াম।
১৪ বছর আগে শেষ বার স্টেডিয়ামের বিদ্যুতের বিল দেওয়া হয়েছিল। টাকা না দিতে দিতে বকেয়া বিল আকাশ ছুঁয়েছে। বিদ্যুৎ বিল বাবদ বাকি ৩.১৬ কোটি টাকা। টাকা বকেয়া থাকার জন্য পাঁচ বছর আগে স্টেডিয়ামে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল।
অস্থায়ী কানেকশনের বন্দোবস্ত করা হয়েছে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংস্থার পক্ষ থেকে। কিন্তু তা দিয়ে গ্যালারি এবং বক্স আলোকিত করা সম্ভব। আজ ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ নৈশালোকে হবে। ফ্লাডলাইট চলবে জেনারেটরের মাধ্যমে।
রায়পুর রুরাল সার্কেলের দায়িত্বে থাকা অশোক খান্ডেলওয়াল জানান, স্টেডিয়ামের অস্থায়ী কানেকশনের ক্ষমতা বাড়ানোর জন্য আবেদন করেছেন ক্রিকেট সংস্থার সচিব। বর্তমানে অস্থায়ী কানেকশনের ক্ষমতা ২০০ কেভি। ২০০ কেভি থেকে ক্ষমতা হাজার কেভি-তে বাড়ানোর আবেদন মঞ্জুর হয়েছে বটে কিন্তু কাজই শুরু হয়নি।

[আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টিতেও নেতৃত্বের প্রস্তাব রোহিতকে, কেন ফেরালেন হিটম্যান?]

২০১৮ সালে অ্যাথলিট মিট চলার সময়ে বোঝা যায় স্টেডিয়ামে বিদ্যুৎ নেই। সেই সময়ে ঘোষণা করা হয়েছিল, ২০০৯ সালের পর থেকে বিদ্যুতের বিল দেওয়া হয়নি। সেই বিল না দেওয়ায়, তা বেড়ে বেড়ে এখন হয়েছে ৩.১৬ কোটি টাকা।
ছত্তিশগড়ের রাজ্য ক্রিকেট সংঘের মিডিয়া ম্যানেজার তরুণেশ সিং পরিহার জানিয়েছেন, বড় ধরনের কোনও ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্ব থাকে। কারণ সমস্যা যে রয়ে গিয়েছে একটা। বড় ধরনের কোনও ম্যাচ আয়োজনের সময়ে এখানে জেনারেটর ব্যবহার করা হয়। 
এরকম এক স্টেডিয়ামেই আজ হবে ভারত-অস্ট্রেলিয়া হাইপ্রোফাইল টি-টোয়েন্টি ম্যাচ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর প্রকাশ্যে আসতেই কিন্তু ম্যাচের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। 

Advertisement

[আরও পড়ুন: ‘আবারও করব’, বিশ্বকাপ ট্রফিতে পা দিয়েও অনুতপ্ত নন মার্শ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement