ফাইল ছবি
ভারত (প্রথম ইনিংস): ৯৩.১ ওভারে ২৪৪/১০ (বিরাট ৭৪, স্টার্ক ৪/৫৩)
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস): ৭২.১ ওভারে ১৯১/১০ (পেইন ৭৩*, অশ্বিন ৪/৫৫)
ভারত (দ্বিতীয় ইনিংস): ৬ ওভারে ৯/১ (মায়াঙ্ক ৫*, কামিন্স ১/৬)
ভারত এগিয়ে ৬২ রানে।
দ্বিতীয় দিনের খেলা শেষ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেডে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে কার্যত চালকের আসনে টিম ইন্ডিয়া (Team India)। ভারত (India) ২৪৪ রানে অলআউট হয়ে গেলেও অশ্বিন–বুমরাহর দাপটে ১৯১ রানে শেষ হয়ে গেল অজিদের প্রথম ইনিংস। বিরাটরা লিড পেলেন ৫৩ রানের। যদিও একাধিক ক্যাচ মিস না করলে এবং অজি অধিনায়ক টিম পেইন প্রশংসনীয় ইনিংস না খেললে এই লিড আরও বেশি হতে পারত। জবাবে আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই পৃথ্বীর উইকেট হারায় টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত দিনের খেলা শেষ হওয়ার সময় ভারতের স্কোর ৯/১। ক্রিজে রয়েছেন মায়াঙ্ক এবং বুমরাহ। দুই ইনিংস মিলিয়ে ভারত এগিয়ে ৬২ রানে।
এদিনের খেলা শুরু হতেই দ্রুত প্রথম ইনিংসের শেষ চার উইকেট পড়ে যায় ভারতের। আগের দিনের রানের সঙ্গে মাত্র ১১ রান যোগ করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটাও ভাল হয়নি। দ্রুত ফিরে যান দুই ওপেনার ওয়েড (৮) এবং বার্নস (৮)। দু’জনকেই ফেরান বুমরাহ। এরপর রান না হলেও উইকেটের পতন রুখতে ক্রিজ আঁকড়ে ব্যাটিং করতে থাকেন স্টিভ স্মিথ এবং মার্নস লাবুশানে। এই সময় বেশ কয়েকটি ক্যাচও ফেলেন ভারতীয় ক্রিকেটাররা। নাহলে এই জুটিও ভেঙে যেত। শেষপর্যন্ত অবশ্য কাজের কাজটি করেন অশ্বিন। স্মিথের (১) গুরুত্বপূর্ণ উইকেটটি নেন তিনিই। এরপর ট্রেভিস হেড (৭) এবং ক্যামেরন গ্রিনকেও (১১) ফেরান তিনি। গ্রিনকে আউট করার সময় তাঁর বলে দুরন্ত ক্যাচ নেন বিরাট। এরপর লাবুশানে (৪৭) এবং কামিন্সকে আউট করেন উমেশ।
১১১ রানে সাত উইকেট পড়ে গেলেও সেখান থেকে অস্ট্রেলিয়ার রান পৌঁছে যায় ১৯১ পর্যন্ত। সৌজন্যে টিম পেইন। বোলারদের সঙ্গে নিয়েই ধীরে ধীরে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। শেষপর্যন্ত ৭৩ রানে অপরাজিতও ছিলেন। একাধিক ক্যাচ ফেলার কারণেই এতটা দূরে যায় অজিদের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে চারটি উইকেট নেন অশ্বিন। এছাড়া বুমরাহ তিনটি এবং উমেশ দু’টি উইকেট পান। প্রথম ইনিংসে ৫৩ রানের লিড পায় টিম ইন্ডিয়া।
তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ ওভার ব্যাট করার সুযোগ পান মায়াঙ্করা। তবে তাতেই পৃথ্বীর উইকেটের পতন ঘটে। প্রথম ইনিংসে শূন্য করার পর দ্বিতীয় ইনিংসে করলেন মাত্র চার রান। শেষপর্যন্ত দিনের খেলা শেষ হওয়ার সময় দ্বিতীয় ইনিংসে ভারতের রান ছিল ৯/১। ক্রিজে মায়াঙ্ক (৫*) এবং নাইট ওয়াচম্যান বুমরাহ (০*)। দুই ইনিংস মিলিয়ে বিরাটরা এগিয়ে ৬২ রানে। আগামিকাল একটি ধৈর্য ধরে ব্যাট করতে পারলেই, এই ম্যাচ জেতার মতো জায়গায় পৌঁছে যেতে পারে ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.