সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় টেস্টে (India vs Australia) ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল ভারত। ভারতের ঘূর্ণির দাপটে দু’শো পেরতে পারলেন না অজি ব্যাটাররা। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই অস্ট্রেলিয়াকে অলআউট হয়ে গেল। মাত্র ১৯৭ রানে গুটিয়ে গেল অজি ইনিংস। ভারতের ১০৯ রানের জবাবে ৮৮ রানে এগিয়ে রয়েছে স্টিভ স্মিথের দল। চার উইকেট তুলে অজি ইনিংসে ধস নামালেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তিনটি করে উইকেট রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও উমেশ যাদব (Umesh Yadav)। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৬০ রান উসমান খোয়াজার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.