ভারত (প্রথম ইনিংস): ৪৮.৩ ওভারে ১৯৪/১০ (বুমরাহ ৫৫*, উইল্ডারমাথ ৩/১৩)
অস্ট্রেলিয়া এ (প্রথম ইনিংস): ৩২.২ ওভারে ১০৮/১০ (ক্যারি ৩২, সাইনি ৩/১৯)
ভারত (দ্বিতীয় ইনিংস): ৯০ ওভারে ৩৮৬/৪ (হনুমা ১০৪*, পন্থ ১০৩*, স্টেকেটে ২/৫৪ )
অস্ট্রেলিয়া এ (দ্বিতীয় ইনিংস): ৭৫ ওভারে ৩০৭/৪ (ম্যাকডরমট ১০৭*, ওয়াইল্ডারমুথ ১১১*, শামি ২/৫৮)
ম্যাচ ড্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া এ (Australia A) দলের বিরুদ্ধে দ্বিতীয় অনুশীলন ম্যাচেও জয় পেল না ভারত। ব্যাটসম্যানরা চালকের আসনে বসিয়ে দিলেও ভারতের পেস বিভাগ প্রথম ইনিংসের পুনরাবৃত্তি দ্বিতীয় ইনিংসে করতে পারল না। যার ফলে এই ম্যাচটি শেষ হল অমীমাংসিত ভাবেই।
The three-day pink-ball game between Australia A and India ends in a draw.
India 194 and 386/4d
Australia 108 and 307/4📸📸 Courtesy: Getty Images Australia pic.twitter.com/vMZhk2WNuc
— BCCI (@BCCI) December 13, 2020
অ্যালেক্স কেরির নেতৃত্বাধীন অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে বুমরাহর (Bumrah) অবিশ্বাস্য ব্যাটিং মান বাঁচিয়েছিল ভারতের। প্রথম ইনিংসে ভারত করে মাত্র ১৯৪ রান। জবাবে প্রথম ইনিংসে অজিদের অবস্থা ছিল আরও শোচনীয়। তারা অল-আউট হয়ে যায় মাত্র ১০৮ রানে। মেঘলা আকাশ, আর গোলাপি বলের সুবাদে দু’দলের পেসাররাই দুর্দান্ত পারফর্ম করেন। কিন্তু দ্বিতীয় ইনিংস আসতেই ছবিটা বদলে যায়। দুর্দান্ত বোলিং সহায়ক উইকেট যেন রাতারাতি বদলে যায় ব্যাটিং পিচে। দ্বিতীয় ইনিংসে পন্থ এবং বিহারীর দুর্দান্ত শতরানের দৌলতে দ্বিতীয় দিনের শেষে ভারত (Indian Cricket Team) তোলে ৩৮৬/৪ রান।
তৃতীয় দিন সকালে আর নতুন করে ব্যাট না করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রাহানে (Ajinkya Rahane)। বরং ম্যাচের শেষদিন তিনি চেয়েছিলেন পেসারদের ৯০ ওভার বল করার সুযোগ দিতে। তাতে যদি অস্ট্রেলিয়ার দশটি উইকেটের পতন ঘটানো যায়। সেই লক্ষ্যে শুরুটা ভালই করেছিলেন মহম্মদ শামি। মাত্র ২৫ রানের মধ্যেই পড়ে গিয়েছিল অজিদের তিনটি উইকেট। কিন্তু বল একটু পুরনো হতেই পুরো বদলে যায় ছবিটা। চতুর্থ উইকেটের জন্য শতরানের জুটি করেন ম্যাকডরমট এবং কেরি। বুমরাহ-সিরাজ-সাইনিরা হাজার চেষ্টা করেও এই জুটি ভাঙতে পারেননি। শেষপর্যন্ত জুটি ভাঙেন পার্ট টাইম স্পিনার বিহারী। ৫৮ রানে আউট হন কেরি। কিন্তু কেরির উইকেটের পর ফের বড় পার্টনারশিপ পেয়ে যায় অজিরা। এবারে ওয়াইল্ডারমুথ সঙ্গ দেন ম্যাকডরমটের। দুজনেই শতরান করেন। অজিদের স্কোর যখন ৭৫ ওভারে ৪ উইকেটে ৩০৭, তখন দুই অধিনায়ক ম্যাচ অমীমাংসিত ঘোষণার সিদ্ধান্ত নেন।
দ্বিতীয় ইনিংসে গিল, পন্থ, বিহারীদের ব্যাটিং ফর্ম ভারতকে স্বস্তি দিলেও ৭৪ ওভারে মাত্র ৪ উইকেটের পতন, তাও অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে, এই পরিসংখ্যান চিন্তায় রাখবে ভারতকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.