Advertisement
Advertisement

অজি স্পিনের দাপট সামলে লড়াই চালাচ্ছেন ঋদ্ধিমানরা

দু'পক্ষই হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ায় জমজমাট শেষ টেস্ট৷

India vs Australia 4th test, day 2 result
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 26, 2017 12:43 pm
  • Updated:December 27, 2019 3:57 pm  

অস্ট্রেলিয়া: ৩০০ (স্মিথ-১১১)

ভারত: ২৪৮/৬ (রাহুল-৬০, পূজারা-৫৭)

Advertisement

দ্বিতীয় দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিজ নির্ধারণের ম্যাচ৷ আর সেখানেই দলে নেই বিরাট কোহলি৷ চলতি বর্ডার-গাভাসকর সিরিজে ব্যাট হাতে তাঁর অবদান অবশ্য বলার মতো কিছু নয়৷ তিনি ক্রিজে টিকতে না পারলেও বাকিদের সৌজন্যে টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডে ৬০০ রানও ফুটে উঠেছিল গত টেস্টে৷ তাই বিরাটের অনুপস্থিতিতে প্রয়োজন ছিল শুধু অজিদের বিরুদ্ধে মানসিক চাপটা কাটিয়ে ওঠার৷ সেই জায়গা থেকে অনেকটাই সফল লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারারা৷ আত্মবিশ্বাসের সঙ্গেই দ্বিতীয় দিন নিজেদের লড়াই চালিয়ে গেলেন ভারতীয় ব্যাটসম্যানরা৷

[অবিশ্বাস্য ক্যাচ কিউয়ি ক্রিকেটারের! দেখুন ভিডিও]

গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়কের না থাকাটা একটা বড় ফ্যাক্টর৷ একপ্রকার ঝুঁকি নিয়েই তাঁর পরিবর্তে দলে সুযোগ করে দেওয়া হয়েছিল কুলদীপ যাদবকে৷ কিন্তু অভিষেক টেস্টে নেমে সবাইকে চমকে দেন তিনি৷ যেখানে প্রতিপক্ষ দুরন্ত ছন্দে থাকা অস্ট্রেলিয়া, সেখানে কুলদীপের থেকে খুব বেশি প্রত্যাশা ছিল না বিশেষজ্ঞদের৷ কিন্তু প্রত্যাশার থেকেও অনেক বেশি কিছু দিতে পেরেছেন চায়নাম্যান বোলার৷ চার-চারটি উইকেট তুলে নিয়ে অজিবাহিনীকে ৩০০ রানে গুটিয়ে দেওয়ার সৌজন্য রাতারাতি টিম ইন্ডিয়ার ‘ওয়ান্ডার বয়’ হয়ে উঠেছেন কুলদীপ৷ দ্বিতীয় দিনের কাজটা ছিল ব্যাটসম্যানদের৷ মুরলী বিজয় তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে গেলেও রাহুল ও পূজারার পার্টনারশিপে স্বস্তি ফেরে৷ ৪৬ রান করে আউট হন নেতার দায়িত্বে থাকা রাহানে৷ তবে নাথান লিয়নের দাপুটে স্পিনের সামনে টিকতে পারেননি করুণ নায়ার, অশ্বিনরা৷ ক্রিজে রয়েছেন ঋদ্ধিমান (১০) ও জাদেজা (১৬)৷

[বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দামী ‘দ্বাদশ ব্যক্তি’ বিরাট কোহলি!]

দিনের শেষে অস্ট্রেলিয়ার থেকে ৫২ রানে পিছিয়ে ভারত৷ হাতে এখনও তিন দিন৷ স্মিথদের এখন টার্গেট একটাই৷ তৃতীয় দিনের শুরুতেই বিপক্ষকে অল-আউট করে দ্বিতীয় ইনিংসে বড় রানের লক্ষ্যে পৌঁছে যাওয়া৷ তবে টিম ইন্ডিয়াও যে ছেড়ে কথা বলবে না, তা ব্যাটে-বলে প্রমাণ করে চলেছেন ক্রিকেটাররা৷ ধরমশালায় অজি বধ করে কাঁধে চোট অধিনায়ককে সিরিজ উপহার দিতে বদ্ধপরিকর রাহানে অ্যান্ড কোম্পানি৷ তবে ফল যাই হোক, দু’পক্ষই হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ায় আপাতত জমজমাট শেষ টেস্ট৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement