ভারত: ২৩৫/৪ (যশস্বী- ৫৩, ঋতুরাজ-৫৮, ঈশান- ৫৩, এলিস- ৪৫/৩)
অস্ট্রেলিয়া: ১৯১/৯ (স্টয়নিস-৪৫, ডেভিড-৩৭, প্রসিদ্ধ-৪১/৩, বিষ্ণোই-৩২/৩)
৪৪ রানে জয়ী ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে সিংহের ডেরায় ঢুকে সিংহ বধ করেছিল অজিবাহিনী। ফাইনালে সেই হাতের ক্ষত যে এখনও দগদগে, আবারও নিজেদের ‘হিংস্র’ পারফরম্যান্স দিয়ে তা বুঝিয়ে দিল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেন সূর্যকুমাররা। ব্যাটারদের দুরন্ত ইনিংসের পাশাপাশি বল হাতে ভেলকি দেখালেন রবি বিষ্ণোইরাও।
রবিবারসীয় তিরুবনন্তপুরমে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ম্যাথিউ ওয়েড। আর সেই সুযোগকে পুরোদমে কাজে লাগিয়ে অজি বোলারদের নাকানিচোবানি খাওয়ালো ভারতীয় টপ-অর্ডার। যশস্বী জসওয়াল, ঋতুরাজ গায়কোয়াড় এবং ঈশান কিষান, তিন তারকাই হাফসেঞ্চুরি হাঁকিয়ে দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন। আর বাকি কাজটা করেন দলের নয়া সেনসেশন রিঙ্কু সিং। তাঁর নির্ভীক, আত্মবিশ্বাসী, বিধ্বংসী ব্যাটিং যেন ক্রমেই বিপক্ষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। মাত্র ৯ বলে চারটি চার এবং জোড়া ছক্কা হাঁকিয়ে অপরাজিত ৩১ রান করেন তিনি। একটা সময় মিডল অর্ডারে নেমে ধোনি যেভাবে বাউন্ডারি-ওভার বাউন্ডারির ফুলঝুরি ফুটিয়ে দলকে চাঙ্গা করে দিতেন, সেকথাই যেন মনে করিয়ে দিচ্ছেন রিঙ্কু।
২৩৫ রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণ, অক্ষর প্যাটেলদের দাপুটে বোলিংয়ে দ্রুত প্যাভিলিয়নে ফেরেন স্টিভ স্মিথ (১৯), ম্যাথিউ শর্ট (১৯), জশ ইংলিশ (২) এবং গ্লেন ম্যাক্সওয়েল (১২)। মার্কাস স্টয়নিস এবং টিম ডেভিড অবশ্য দুরন্ত পার্টনারশিপ তৈরি করে ভারতীয় বোলারদের চাপে ফেলার চেষ্টা করেন। যদিও শেষমেশ সফল হননি।
প্রথমবার ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপে যাঁর পারফরম্যান্স চূড়ান্ত হতাশ করেছে দেশকে। তাই ছবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে দলকে একের পর এক জয় এনে দিয়ে যেন সেই ‘পাপে’রই প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছেন ভারতীয় ব্যাটার। বলাই বাহুল্য, পরের ম্যাচ জিতে সিরিজ ঝুলিতে ভরাকেই পাখির চোখ করছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.