Advertisement
Advertisement

Breaking News

Team India

ওয়েস্ট ইন্ডিজের পরই আয়ারল্যান্ড সফরে টিম ইন্ডিয়া, কবে ম্যাচ? কে অধিনায়ক?

একনজরে দেখে নিন ভারত-আয়ারল্যান্ড সিরিজের সূচি।

India to tour Ireland for three T20Is, Confirms Ireland Board | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 28, 2023 2:35 pm
  • Updated:June 28, 2023 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর ক’দিন পরই ছুটি শেষ। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আবার মরশুম শুরু ভারতীয় দলের। আর ক্যারিবিয়ান সফরের পরই আয়ারল্য়ান্ড উড়ে যাবে টিম ইন্ডিয়া। মঙ্গলবার সূচি ঘোষণা করল আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটে ওয়ানডে এবং পাঁচটা টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। তারপরই তিনটি টো-টোয়েন্টি ম্যাচ খেলতে আয়ারল্যান্ডে পৌঁছে যাবে এই ফরম্যাটে বিশ্বের এক নম্বর দল। গত বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০-তে সিরিজ জিতেছিল ভারত। ১২ মাসে এই নিয়ে দ্বিতীয়বার সে দেশে খেলতে যাচ্ছে দল। এবার মালাহাইডে অনুষ্ঠিত হতে চলা সিরিজেও ফেভারিট হার্দিক পাণ্ডিয়ারাই।

Advertisement

[আরও পড়ুন: এজলাসে বসেই QR কোড স্ক্যান করে জয়েন্টের ছাত্রকে ধরলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়]

সূচি ঘোষণা করে আয়ারল্যান্ডে বোর্ডের তরফে বলা হয়েছে, গত বছর আয়ারল্যান্ড-ভারত দু’ম্যাচের সিরিজ নিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। এবার তাই তিন ম্যাচের সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বেশি করে যাতে সমর্থক ক্রিকেট উপভোগ করতে পারেন, সেই কারণেই এই সিদ্ধান্ত। তবে এই সিরিজে হার্দিককেই অধিনায়কের ভূমিকায় দেখা যাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ তারপরই এশিয়া কাপে নামতে হবে টিম ইন্ডিয়াকে। আবার সেই টুর্নামেন্ট শেষ হলেই বিশ্বকাপ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আয়ারল্যান্ডে টিম বি পাঠাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

একনজরে দেখে নেওয়া যাক ভারত-আয়ারল্যান্ড সিরিজের সূচি:
প্রথম টি-টোয়েন্টি: ১৮ আগস্ট, মালাহাইড (সন্ধে সাড়ে ৭টা)
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২০ আগস্ট, মালাহাইড (সন্ধে সাড়ে ৭টা)
তৃতীয় টি-টোয়েন্টি: ২৩ আগস্ট, মালাহাইড (সন্ধে সাড়ে ৭টা)

[আরও পড়ুন: রাহুল গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ টুইট, বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে FIR]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement