Advertisement
Advertisement

EXCLUSIVE: বিশ্বকাপে ইডেন পাচ্ছে ভারত-আফগানিস্তান ম্যাচ? জল্পনা তুঙ্গে

সকলকে হতাশ করে এই খবরই দিচ্ছে ইসিসি-র বিশ্বস্ত সূত্র।

India to play against Afghanistan at Eden Gardens in 2023 World Cup | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:June 11, 2023 2:40 pm
  • Updated:June 11, 2023 3:32 pm

রাজর্ষি গঙ্গোপাধ্যায়, লন্ডন: বাঙালি আশা রেখেছিল, আসন্ন বিশ্বকাপে ইডেন সাক্ষী থাকবে ভারত- পাকিস্তান ম্যাচ। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা দেখা হল না বঙ্গবাসীর। উলটে সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের বিরুদ্ধে ইডেনে খেলবে পাকিস্তানের পড়শি দেশ। বিশ্বকাপের ইডেন সাক্ষী থাকতে চলেছে ভারত বনাম আফগানিস্তানের।

চলতি বছর অক্টোবর-নভেম্বর মাসে যে ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) আসর বসছে, সেটা এত দিনে সর্বজনবিদিত। যার কাড়ানাকাড়া বেজে গিয়েছে বেশ কিছু দিন আগে। প্রস্তুতি পর্বও চলছে জোরকদমে। শহর আগ্রহী ছিল এটা জানতে যে, ওয়ানডে বিশ্বকাপের কোন ম‌্যাচ তারা পেতে চলেছে? প্রথমে শোনা যাচ্ছিল ইডেন বিশ্বকাপের ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ম‌্যাচ পেতে পারে। কিন্তু আপাতত শোনা যাচ্ছে, আফগানিস্তানের বিরুদ্ধে ভারতকে ইডেনে খেলতে দেখা যাবে। অর্থাৎ ধারে ও ভারে দেখতে গেলে তেমন হাইভোল্টেজ ম্যাচ পাচ্ছে না কলকাতা। 

Advertisement

[আরও পড়ুন: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি, ‘ট্রেবল’ জয়ে শাপমুক্তি পেপের]

শুধু তাই নয়, একটা সময় শোনা যাচ্ছিল যে ইডেনে (Eden Gardens) বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম‌্যাচ হতে পারে। যেহেতু পাকিস্তানের পছন্দ তালিকায় চেন্নাইয়ের পাশাপাশি ছিল কলকাতা। কারণ আহমেদাবাদে ফাইনাল ছাড়া কোনও ম্যাচ খেলতে রাজি ছিল না তারা। কিন্তু ভারত-পাক ম্যাচ যে ইডেনে হচ্ছে না, তা কার্যত নিশ্চিত। তবে ইডেনে হতে পারে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ।

বাঙালি আশা রেখেছিল, যে ভারতীয় ক্রিকেটের নন্দনকানন সাক্ষী থাকবে কিছু ভাল খেলার। কিন্তু সকলকে হতাশ করে এই খবরই দিচ্ছে ইসিসি-র বিশ্বস্ত সূত্র। এর থেকেই পরিষ্কার, সিএবি প্রশাসনের উপর ভরসা রাখতে পারছে না বিসিসিআই। সদ্য শেষ হওয়া আইপিএলেও সেরা স্টেডিয়াম ও পিচ এর পুরস্কার পেয়েছে ইডেন গার্ডেন্স। কিন্তু তাও ভাগ্যে ভাল ম্যাচ লেখা নেই ঐতিহাসিক এই ক্রিকেট স্টেডিয়ামের।

[আরও পড়ুন: যৌন হেনস্তা হয়ে থাকলে ছবি-ভিডিও দিন! কুস্তিগিরদের পালটা চাপ দিল্লি পুলিশের, ফের বিতর্ক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement