সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে মাটি ধরিয়েছিলেন যশ ধুলরা। আর এই জয়ই মানসিকভাবে অন্যমাত্রায় পৌঁছে দিয়েছে ভারতীয় জুনিয়র টিমকে। তাই শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নামতে চলেছে টিম ইন্ডিয়া।
শিবিরে করোনা হানা দেওয়ার পর কার্যত কেঁপে গিয়েছিলেন ক্রিকেটাররা। উগান্ডার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে বোঝা যাচ্ছিল না আদৌ শেষ পর্যন্ত এগারো জনকে পাওয়া যাবে কি না। শক্ত হাতে সেই পরিস্থিতি সামলে একেবারে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যাওয়া মুখের কথা নয়। আর সেই অসাধ্য সাধনই করে দেখালেন ধুলরা। গত ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে জয়ের নায়ক হয়ে উঠেছিলেন অধিনায়ক ধুল। স্বাভাবিক ভাবেই তাঁর থেকে প্রত্যাশাও বেড়ে গিয়েছে। রশিদ সেঞ্চুরি না হাঁকালেও দারুণ খেলেছেন। তাই বিশ্বকাপের ফাইনাল (U19 World Cup) নিয়ে চড়েছে উত্তেজনার পারদ।
জুনিয়র টিমকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভারতের টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli)। জয়ের জন্য টুইটারে শুভকামনার বার্তা দিয়েছেন শচীন তেণ্ডুলকরও।
Best wishes to our U-19 boys for the World Cup final.
— Virat Kohli (@imVkohli) February 5, 2022
তবে টিম হিসেবে ইংল্যান্ড দারুণ ব্যালেন্সড। ওদের প্রধান অস্ত্র বাঁ-হাতি পেসার বয়ডেন। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট পেয়েছেন দুর্দান্ত গতির এই বয়ডেনই। আরেক বোলার রেহান আহমেদও ভারতীয় ব্যাটিং অর্ডারে ধাক্কা দিতে মরিয়া। তবে শুধু বোলিং বিভাগ নয়, ইংল্যান্ডের ব্যাটিংয়ের টপ অর্ডারও যশদের কাছে চ্যালেঞ্জের বিষয়। টপ অর্ডারে ধস নামাতে না পারলে সমস্যায় পড়তে পারেন ধুলরা। অর্থাৎ লড়াইটা যে সেয়ানে-সেয়ানে হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বসন্ত পঞ্চমীতে দেশবাসীর মুখে ভারতীয় জুনিয়র টিম হাসি ফোটাতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।
You have the force of more than a Billion supporting you…
Do well and give it your best #TeamIndia!
#U19CWC #INDvENG pic.twitter.com/eHUCZDOAY7
— Sachin Tendulkar (@sachin_rt) February 5, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.