Advertisement
Advertisement
Ishan Kishan

জাতীয় দলে খেলতে নারাজ, রাহুল-রোহিতের প্রস্তাব ফেরালেন ‘অবাধ্য’ ঈশান!

ইংল্যান্ড সিরিজের মাঝপথে তারকা ব্যাটারের সঙ্গে যোগাযোগ করে টিম ম্যানেজমেন্ট।

India team management contacted Ishan Kishan during England series

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 2, 2024 9:09 am
  • Updated:March 2, 2024 9:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের জন্য খেলতে নারাজ ঈশান কিষান (Ishan Kishan)! বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পরে ঝাড়খণ্ডের তারকা ক্রিকেটারকে নিয়ে জল্পনা তুঙ্গে। তার মধ্যেই সূত্রের খবর, দেশের জার্সি গায়ে খেলতে একেবারেই আগ্রহী নন তিনি।

মানসিক অবসাদের কারণে বিশ্বকাপের পরে জাতীয় দল থেকে ছুটি চেয়েছিলেন উইকেটকিপার-ব্যাটার। দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়ান। তার পরে দীর্ঘদিন কেটে গেলেও জাতীয় দলের ত্রিসীমানায় দেখা যায়নি তাঁকে। বরং পার্টি আর টিভি শোতে ব্যস্ত ছিলেন। এহেন পরিস্থিতিতে বিসিসিআইয়ের (BCCI) তরফে একাধিকবার বার্তা দেওয়া হয়, আবারও জাতীয় দলে ফিরতে হলে ঈশানকে বাধ্যতামূলকভাবে রনজি খেলতে হবে।

Advertisement

[আরও পড়ুন: আজ কৃষ্ণনগরে জনসভা মোদির, CAA নিয়ে অবস্থান কী? জানতে চান মতুয়ারা

কিন্তু সেই নির্দেশে কর্ণপাত না করে নিজের মতো করে অনুশীলন শুরু করেন ঈশান। বরোদায় গিয়ে হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে অনুশীলন করতে দেখা যায় তাঁকে। তার পরেই নেমে পড়েন ডি ওয়াই পাটিল টুর্নামেন্টে। অফিস দলের হয়ে বেশ স্বচ্ছন্দভাবেই খেলতে দেখা যায় তাঁকে। কিন্তু বোর্ডের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ঝাড়খণ্ডের হয়ে রনজি ম্যাচে নামেননি তিনি। তার পরেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় তারকা ক্রিকেটারকে।

তার পরেই ঈশানের না খেলা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। একটি সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, বারবার রনজি খেলার নির্দেশ উপেক্ষা করার পরেও ঈশানের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনই ঈশানের সঙ্গে টিম ম্যানেজমেন্টের কথা হয়। কিন্তু তারকা ক্রিকেটার সাফ জানিয়ে দেন, তিনি এখনও মাঠে নামতে তৈরি নন। এই সিদ্ধান্ত জানার পরেই প্রথম একাদশে সুযোগ দেওয়া হয় ধ্রুব জুরেলকে। মাত্র দুটো টেস্ট খেলেই সকলের নজর কেড়েছেন ভারতীয় ক্রিকেটের ধ্রুবতারা। তার পরেই প্রশ্ন উঠছে, অফিস টুর্নামেন্টে খেলতে তৈরি হলেও জাতীয় দলে (Team India) খেলতেই ঈশানের অনীহা?

[আরও পড়ুন: রাজ্যসভার ৩৩ শতাংশ সাংসদের নামে ফৌজদারি মামলা, সম্পত্তি হার মানায় কুবেরকেও!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement