সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর পর এশিয়া কাপ (Asia Cup) জিতেছে ভারত (India)। মাত্র ৫০ রানে শ্রীলঙ্কাকে দুরমুশ করে ট্রফি এসেছে মেন ইন ব্লুর ক্যাবিনেটে। তারপরেই ভক্তদের জন্য অসাধারণ উদ্যোগ নিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সদ্য জেতা এশিয়া কাপ ট্রফি তুলে দেওয়া হল সমর্থকদের হাতে। ট্রফি নিয়ে ভারতীয় দলের হোটেলে গিয়ে ছবি তোলেন দুই ভক্ত। তবে এশিয়া কাপ জিতলেও এখনও সেরকম সেলিব্রশনের খবর মেলেনি ভারতীয় দলের অন্দর থেকে।
রবিবার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামে রোহিত ব্রিগেড। মাত্র ১৫.২ ওভারে শ্রীলঙ্কাকে ৫০ রানে গুটিয়ে দেন ভারতীয় দলের পেসাররা। সাত ওভারের মধ্যেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলেন ওপেন করতে নামা শুভমান গিল ও ইশান কিষান। অষ্টমবারের জন্য এই খেতাব জিতল ভারতীয় দল। সবচেয়ে বেশিবার এই ট্রফি গিয়েছে ভারতের দখলেই।
ম্যাচের শেষে ট্রফি নিয়ে হোটেলে ফেরে ভারতীয় দল। তারপরেই অভিনব উদ্যোগ নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সুধীর গৌতম ও দীপক- দুই পরিচিত ভক্তকে ডেকে আনা হয় টিম হোটেলে। এশিয়া কাপ হাতে নিয়ে ছবি তোলেন তাঁরা। কেমন লাগলো ছবি তুলে? দীপক জানালেন, “আমার তো হাত-পা কাঁপছিল। হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। তবে এশিয়া কাপ তো সবে শুরু। এবার বিশ্বকাপ জয়ের পালা।”
তবে সমর্থকদের উল্লাস চোখে পড়লেও সেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেননি ভারতীয় দলের সদস্যরা। ম্যাচ জয়ের রাতেও সেরকম সেলিব্রেশন হবে কিনা জানা নেই। কারণ রবিবার রাতেই কলম্বো ছাড়বেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতে ফিরে আসবেন বিরাট কোহলিও। অন্যদিকে, রেকর্ড সংখ্যক এশিয়া কাপ জয়ের পর ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Well played Team India!
Congratulations on winning the Asia Cup. Our players have shown remarkable skill through the tournament. https://t.co/7uLEGQSXey
— Narendra Modi (@narendramodi) September 17, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.