Advertisement
Advertisement

অজিবাহিনীকে দুরমুশ করে বর্ডার-গাভাসকর ট্রফি ভারতের

দলকে অভিনন্দন জানান...

India subdues Australia, bags Border-Gavaskar trophy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 28, 2017 5:28 am
  • Updated:December 26, 2019 2:08 pm  

অস্ট্রেলিয়া: ৩০০ ও ১৩৭

ভারত: ৩৩২ ও ১০৬/২

Advertisement

৮ উইকেটে জয়ী ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। দেশের মাটিতে অবশেষে অজিবধ করতে সফল বিরাটবাহিনী। শুরুটা হয়েছিল হার দিয়ে। একটি টেস্ট হারতেই প্রশ্ন উঠে গিয়েছিল বিরাট কোহলির পারফরম্যান্স ও নেতৃত্ব নিয়ে। ধরমশালায় দলই তাঁর হয়ে উত্তর দিয়ে দিল। স্টিভ স্মিথদের হারিয়ে যেন ক্যাপ্টেন কোহলিকে বিশ্বের সামনে ফের জিতিয়ে দিলেন রাহানেরা।

C7-0I2zXQAA4_f_

শেষ টেস্টের ফলাফল কী হতে চলেছে, সোমবারই সেই ইঙ্গিত মিলেছিল। চতুর্থ দিনে জয়ের জন্য দরকার ছিল আর মাত্র ৮৭ রান। কোনও অঘটন না ঘটিয়ে চতুর্থ দিনের সকালেই সেই রান তুলে দিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। আর সেই সঙ্গে ২-১-তে বর্ডার-গাভাসকর সিরিজ জিতে নিল দল। চোটের কারণে দলের বাইরে বিরাট। কিন্তু এতদিন ধরে যেভাবে তিনি দলের পাশে দাঁড়িয়ে ছিলেন, দলকে মোটিভেট করেছিলেন, তারই প্রতিদান দিলেন অশ্বিন, জাদেজারা। এদিন ৫১ রানে অপরাজিত থাকলেন লোকেশ রাহুল। ৩৮ রানে অপরাজিত থেকে ও ৩৩তম ভারতীয় টেস্ট নেতা হিসেবে দলকে জয় উপহার দিলেন অজিঙ্ক রাহানে। বিশ্বের দু’নম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে জয়ী বিশ্বের এক নম্বর টেস্ট দল।

C7-0I22W4AELO1P

 ধৌলাগিরি পাহাড়ের নিচে স্টিভ স্মিথকে টস জিততে দেখে বেশ হতাশ হয়েছিলেন ভারতীয় সমর্থকরা। সেদিনই বিরাটের কাঁধে চোটটা যেন গোদের উপর বিষফোড়া। কিন্তু ছেলেদের আত্মবিশ্বাসে ভাটা পড়তে দেননি রাহানে। গুরু দায়িত্ব কাঁধে তুলে সঠিক সময়ে বল হাতে তুলে দিয়েছিলেন কুলদীপ, জাদেজা, অশ্বিনদের। ফলে অল্প রানেই গুটিয়ে ফেলা গিয়েছিল অজিবাহিনীকে। আবার ব্যাট হাতে বাজিমাত করেন রাহুল, পূজারারা। একদিন বাকি থাকতেই ট্রফি ঘরে তুললেন তাঁরা। বিরাটের নেতৃত্বে এই নিয়ে টানা সাতটি টেস্ট সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ১৩টি টেস্টে জয়ী ভারত। দলগতভাবে অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় উচ্ছ্বসিত কোচ অনিল কুম্বলে। ২৫টি উইকেট তুলে নিয়ে ম্যাচ ও সিরিজ সেরা হলেন জাদেজা। চার টেস্টেই দুর্দান্ত পারফর্ম করায় সিরিজের সেরা ক্রিকেটার হলেন অজি অধিনায়ক স্মিথ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement