Advertisement
Advertisement
U-19 World Cup

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দারুণ শুরু ভারতের, বড় ব্যবধানে হারাল বাংলাদেশকে

ম্যাচের সেরা হন ভারতের আদর্শ সিং।

India starts with a victory against Bangladesh in u-19 world cup । Sangbad Pratidin

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচের একটি মুহূর্ত।ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 20, 2024 11:05 pm
  • Updated:January 21, 2024 12:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U-19 World Cup) দুদ্দাড়িয়ে শুরু করল ভারতীয় দল (Indian Cricket Team)। ৮৪ রানে ম্যাচ জিতে নিল তাঁরা।
ভারত প্রথমে ব্যাট করে ৫০ ওভারে তোলে ৭ উইকেটে ২৫১ রান। ভারতের রান তাড়া করতে নেমে বাংলাদেশ (Bangladesh Cricket Team) পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি। ১৬৭ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ম্যাচের সেরা হন ভারতের আদর্শ সিং।

[আরও পড়ুন: ‘ক্রিজে ৬ ঘণ্টা টিকে থাকলেই শতরান পাবি’, সৌরভের ‘মন্ত্রেই’ বাজিমাত অভিষেকের!]

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নে্য় বাংলাদেশ। ভারতের ওপেনার আদর্শ সিং ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আর্শিন কুলকার্নি ও মুশির খান রান না পেলেও অধিনায়ক উদয় শাহরান ৬৪ রানের দরকারি ইনিংস খেলেন। প্রিয়াংশু (২৩), অবনীশ (২৩) ও শচীন (অপরাজিত ২৬) ভারতীয় ইনিংসকে পৌঁছে দেন ২৫১ রানে। বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফ ৫টি উইকেট নেন।
ভারত গতবারের চ্যাম্পিয়ন। তাদের রান তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। ৫০ রানে চলে যায় ৪উইকেট। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আরিফুল (৪১) ও শিহাব (৫৪) উল্লেখযোগ্য রান করেন। বাকিরা কেউই রান পাননি। ভারতীয় বোলারদের মধ্যে সাওমি পাণ্ডে ৪টি উইকেট নেন।

Advertisement

[আরও পড়ুন: রনজিতে প্রথম শতরান, সৌরভ-পন্থের দিল্লিকে ভরসা দিলেন বাংলার অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement