Advertisement
Advertisement

Breaking News

Ravindra Jadeja

রুটকে ফিরিয়ে জাদেজার নতুন নজির, কপিল-কুম্বলের সঙ্গে এক বন্ধনীতে বাঁ হাতি তারকা

কী সেই নজির?

India spinner Ravindra Jadeja achieved a significant milestone in his cricketing career । Sangbad Pratidin

মধ্যমণি যখন রবীন্দ্র জাদেজা। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 25, 2024 2:37 pm
  • Updated:January 25, 2024 4:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের তারকা স্পিনার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৫৫০-তম আন্তর্জাতিক উইকেটটি পেলেন হায়দরাবাদে। ইংল্যান্ডের তারকা জো রুটের (Joe Root) উইকেটটি নেওয়ার সঙ্গে সঙ্গেই জাদেজা নতুন মাইলস্টোন ছুঁলেন। জাদেজা ৫৫০টি আন্তর্জাতিক উইকেট সংগ্রহ করায় অনিল কুম্বলে, হরভজন সিং, কপিল দেব, জাহির খান, রবিচন্দ্রন অশ্বিন এবং জাভাগল শ্রীনাথের সঙ্গে একই বন্ধনীতে ভারতের বাঁ হাতি অলরাউন্ডার।
ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান কতটা, এই সাফল্য তারই প্রমাণ দেয়। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট এবং জ্যাক ক্রলি শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে শুরু করেন। প্রথম ১০ ওভারে জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজকে আক্রমণের রাস্তা নেন ইংল্যান্ডের দুই ওপেনার। 

 

Advertisement

[আরও পড়ুন: বয়স শুধুই সংখ্যা! প্রবীণতম ব্যক্তি হিসাবে জোড়া নজির, অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে বোপান্না]

কিন্তু স্পিনারদের আক্রমণে আনা হলে ম্যাচের ছবি বদলাতে শুরু করে। ১২-তম ওভারে রবিচন্দ্রন অশ্বিন ডাকেটের উইকেট তুলে নেন। অলি পোপকে ফেরান জাদেজা। জাদেজার দ্বিতীয় বলেই এলবিডব্লিউয়ের আবেদন করা হয় রুটের বিরুদ্ধে। ক্রলি কিছু পরেই ফিরে যান। রুট ও বেয়ারস্টো ইংল্যান্ডকে টানার কাজ শুরু করেন। রুটকে আউট করেন জাদেজা। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫০টি উইকেটের মালিক হলেন জাদেজা।

[আরও পড়ুন: অবসর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ‘প্রত্যাবর্তন’, কী বলছেন মেরি কম?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement