Advertisement
Advertisement
India WTC Final

আহমেদাবাদ টেস্ট শেষ হওয়ার আগেই স্বস্তি, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল ভারত

টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত।

India reaches WTC final for second consecutive time before the end of Ahmedabad Test | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 13, 2023 12:12 pm
  • Updated:March 13, 2023 12:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ টেস্ট (India vs Australia) শেষ হওয়ার আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল ভারত। অজিদের বিরুদ্ধে তৃতীয় টেস্ট হারের পর ভারতকে তাকিয়ে থাকতে হত নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের (New Zealand vs Sri Lanka) দিকে। সোমবার সকালে খানিকটা চাপে পড়ে গেলেও ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় কিউয়ি শিবির। ফলে আহমেদাবাদ টেস্ট না জিতলেও ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত। আগামী জুন মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ফাইনাল (World Test Championship) খেলতে নামবেন রোহিতরা। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পরে টানা দু’বার ফাইনালে পৌঁছল ভারত। প্রথমবার অবশ্য নিউজিল্যান্ডের কাছে হেরে দেশে ফিরতে হয়েছিল বিরাট ব্রিগেডকে। দ্বিতীয়বার ফের ট্রফি জয়ের হাতছানি রোহিতদের সামনে। আগামী জুন মাসের ৭ তারিখ থেকে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ওভালের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। 

Advertisement

[আরও পড়ুন: ব্যতিক্রমী অস্কার, সেরার শিরোপা বিশ্বের নানা প্রান্তের শিল্পীদের, দেখুন সম্পূর্ণ তালিকা]

বর্ডার-গাভাসকর ট্রফিতে অন্তত দুই ম্যাচের ব্যবধানে জিততে হত ভারতকে। তাহলে আর শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের দিকে তাকিয়ে থাকতে হত না রোহিতদের। কিন্তু প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে ধাক্কা খায় ভারত। অজি স্পিনারের দাপটে হারতে হয় ইন্দোর টেস্ট। চতুর্থ টেস্টেও ফলাফল হওয়ার সম্ভাবনা খুবই কম। শেষ দিনে লাঞ্চের সময় অজিদের দ্বিতীয় ইনিংসের স্কোর এক উইকেটে ৭৩। 

এহেন পরিস্থিতিতে ভারতের কাজ সহজ করে দিল নিউজিল্যান্ড। গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট ব্রিগেডের ট্রফি জয়ের স্বপ্নে জল ঢেলেছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু সোমবার সেঞ্চুরি হাঁকিয়ে তিনিই ভারতের ফাইনাল খেলা নিশ্চিত করে দিলেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ২-০ ব্যবধানে সিরিজ জিততে হত। কিন্তু প্রথম টেস্ট জিতে নিল নিউজিল্যান্ড। ভারতের পথে আর কোনও বাধাই রইল না। দুই মেগা টুর্নামেন্টে যে দল ভারতের স্বপ্নভঙ্গ করেছে, তাদের হাত ধরেই টেস্টে সেরার খেতাব জয়ের স্বপ্ন আবারও জেগে রইল। 

[আরও পড়ুন: ‘আমরা মুসলিম রাষ্ট্রের দাবি জানালে কী করবেন?’ কেন্দ্রকে বিঁধে মন্তব্য ইসলামি নেতার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement