Advertisement
Advertisement

Breaking News

ICC Women's World Cup

মহিলা বিশ্বকাপ নিয়ে বড় ভাবনা ভারতীয় বোর্ডের, ৬ মাস আগে থেকেই শুরু প্রস্তুতি

অক্টোবর থেকে দেশের মাঠে মহিলা বিশ্বকাপ, উদ্বোধনী ম্যাচ কোথায়?

India prepares to host ICC Women's World Cup
Published by: Subhajit Mandal
  • Posted:March 7, 2025 4:03 pm
  • Updated:March 7, 2025 4:03 pm  

আলাপন সাহা: ভারতে শেষবার মহিলা বিশ্বকাপ হয়েছিল নয় বছর আগে। ২০১৬-তে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপ সাম্প্রতিক সময়ে হয়নি। আগামী উ সেই বিশ্বকাপ অত্যন্ত জাঁকজমক ভাবে করতে চাইছে আইসিসি। খবর নিয়ে জানা গেল, সেই বিশ্বকাপ খুব বড় ভাবে করার ভাবনা রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে পুরো বিশ্বকাপ জুড়ে কিছু না কিছু চমক থাকবে।

গত কয়েক বছর মহিলা ক্রিকেট নিয়ে উন্মাদনা অনেকটা বেড়েছে। আইসিসি আরও বেশি গুরুত্ব দিচ্ছে মহিলা ক্রিকেটকে। আইসিসির নতুন চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। ভারতীয় বোর্ডে থাকার সময়ও জয় মহিলা ক্রিকেট নিয়ে প্রচুর উদ্যোগ নিয়েছেন। আইপিএলের মতো ডব্লুপিএল শুরু হয়েছে। ভারতীয় পুরুষ টিম আর মহিলা টিমের ম্যাচ ফি সমান করে দেওয়া হয়েছে।

Advertisement

আইসিসি-র কেউ কেউ বলছিলেন, “মহিলা বিশ্বকাপ নিয়ে প্রচুর পরিকল্পনা রয়েছে আমাদের। খুব বড় ভাবে বিশ্বকাপের আয়োজন করবে আইসিসি। উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকভাবেই হবে। সেরকমই সব কিছু প্ল্যানিং করা হচ্ছে। আগামী দু’মাসের মধ্যে সবচেয়ে কিছু চূড়ান্ত হয়ে যাবে।” এটাও শোনা গেল, সূচি মোটামুটি তৈরি হয়ে রয়েছে। শুধু যোগ্যতাঅর্জন পর্বের জন্য অপেক্ষা করা হচ্ছে। পাকিস্তান যদি কোয়ালিফাই করে, তাহলে নিরপেক্ষে ভেনু হিসেবে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় হবে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে এটা নিয়ে কথাবার্তাও চলছে। ভারতে উদ্বোধনী ম্যাচ হবে। শোনা যাচ্ছে বরোদায় উদ্বোধনী ম্যাচ হতে পারে।

এ তো আইসিসির পরিকল্পনা। মহিলা বিশ্বকাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডও চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে। মহিলা টিমকে নিয়ে দেশজ ক্রিকেটমহলে উন্মাদনাও বেড়েছে আগের থেকে অনেক। তবে একটা আক্ষেপ রয়ে গিয়েছে। সিনিয়র টিম এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। ফাইনালে উঠেও হারতে হয়েছে। ঘরের মাঠে সেই আক্ষেপটা এবার দূর করতে চান হরমনপ্রীত কৌররা। জানা গেল, বিশ্বকাপের জন্য আগামী ১৫ এপ্রিল বৈঠক ডাকা হয়েছে বেঙ্গালুরুতে। যে বৈঠকে কোচ অমল মুজুমদারের সঙ্গে বেশ কয়েকজন বোর্ড কর্তারও থাকার কথা। থাকবেন নির্বাচকরা। সেই বৈঠকে বিশ্বকাপের জন্য চূড়ান্ত রূপরেখা ঠিক হবে। বর্তমানে ভারতীয় ক্রিকেটাররা ডব্লুউপিএলে ব্যস্ত রয়েছেন। যে টুর্নামেন্ট শেষ হবে ১৫ মার্চ। তারপর বেশ কিছুদিন বিশ্রাম দেওয়া হবে ক্রিকেটারদের। বিশ্বকাপের আগে খুব বেশি বেশি সিরিজ নেই ভারতীয় মহিলা টিমের। কোন কোন সিরিজ খেলবে টিম, কিংবা টুর্নামেন্ট শুরুর আগে কতদিনের প্রস্তুতি শিবির হবে, সে’সব ঠিক হবে সেই বৈঠকেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub