Advertisement
Advertisement
India-Pakistan

সাধারণ হোটেলের ভাড়া ১ লক্ষ টাকা! ৩ মাস আগেই আহমেদাবাদ ফুটছে ভারত-পাক আমেজে

চলতি বছর পাঁচবার মুখোমুখি হতে পারে ভারত-পাক, তবে উত্তেজনা বেশি বিশ্বকাপের ম্যাচ নিয়েই।

India-Pakistan WC match: Ahmedabad hotel rents surge upto ₹1 lakh | Sangbad Pratidin

নরেন্দ্র মোদি স্টেডিয়াম

Published by: Subhajit Mandal
  • Posted:June 29, 2023 4:45 pm
  • Updated:June 29, 2023 7:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের এখনও বাকি প্রায় ৩ মাস। এমনকী টিকিট বিক্রিও শুরু হয়নি। এরই মধ্যে যেন ভারত-পাক ম্যাচের উত্তেজনায় ফুটতে শুরু করেছে আহমেদাবাদ। আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি (Narendra Modi) স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এখন থেকেই গুজরাটের ওই শহরে হোটেল বুকিংয়ের হুড়োহুড়ি পড়ে গিয়েছে। এবং হোটেলের ভাড়াও রীতিমতো আকাশছোঁয়া।

অন্য সময় আহমেদাবাদে যেসব সাধারণ হোটেলের ভাড়া প্রতিদিন ৪ হাজার থেকে ৮ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে, সেগুলির ভাড়া এখনই প্রায় ১০ গুণ হয়ে গিয়েছে। সেগুলি বুক করতে গেলে কোনওটার ভাড়া দেখাচ্ছে ৫০ হাজার, কোনওটার ভাড়া দাঁড়িয়েছে ৭০-৮০ হাজার। এর থেকে ভাল যে হোটেল রুমগুলি মোটামুটি ডিল্যাক্স রুম হিসাবে ধরা হয়, এমনি সময়ে যার ভাড়া মোটামুটি ১০ হাজারের আশেপাশে থাকে, সেগুলির দাম বেড়ে এখন প্রায় লক্ষাধিক।

Advertisement

[আরও পড়ুন: ইডি তলবের পর দেখা নেই সায়নীর! ‘এবার সায়নী অন্তর্ধান রহস্য বেরবে’, খোঁচা সুকান্তর]

গুজরাটের এক হোটেল মালিক সংবাদসংস্থাকে বলছিলেন, বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের অর্থাৎ ১৩ থেকে ১৫ আগস্টের বুকিং নেওয়া শুরু হতেই বিপুল চাহিদা চোখে পড়েছে। গুজরাটেই বিশ্বকাপের ফাইনাল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়াপ্রেমীরা ফাইনাল দেখতেও আসবেন। সেদিনও হোটেল ব্যবসায়ীদের বিরাট লক্ষ্মীলাভ হবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: কলকাতার পর নিউটাউন, ফের ট্রাফিক জরিমানা প্রত্যাহারের নির্দেশ মুখ্যমন্ত্রীর, টুইটে জানালেন কুণাল]

এমনিতে চলতি বছর প্রায় ৫ বার ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে। চলতি বছর অগস্ট মাসের শেষে এশিয়া কাপ হওয়ার কথা। তাতে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। আবার সুপার ফোরে দুই দল উঠলে, সেখানেও ভারত-পাক সাক্ষাৎ হবে। আবার দুই দল ফাইনালে উঠলেও ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে। বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত-পাক মুখোমুখি হবে। আবার দুই দল সেমিফাইনাল বা ফাইনালেও মুখোমুখি হতে পারে। সব মিলিয়ে পাঁচবার ভারত-পাক মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকলেও আপাতত আহমেদাবাদের ম্যাচেই নজর রয়েছে ক্রিকেট বিশ্বের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement