Advertisement
Advertisement

Breaking News

India-Pakistan

T-20 World Cup 2021: ‘ভারত-পাক ম্যাচ রাষ্ট্রবিরোধী’, বিশ্বকাপ মহারণের আগে বিস্ফোরক রামদেব

তাঁর দাবি, এ লড়াই জাতীয় স্বার্থের পরিপন্থী।

India-Pakistan match in T20 World Cup is Against National Interest, says Ramdev | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:October 24, 2021 9:19 am
  • Updated:October 24, 2021 9:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু ভারত আর পাকিস্তান নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup 2021) সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে গোটা দুনিয়ায়। বিরাট কোহলি বনাম বাবর আজমের দ্বৈরথ দেখার প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা। আর মহারণের ২৪ ঘণ্টা আগে এই ম্যাচ নিয়ে প্রশ্ন তুলে দিলেন যোগগুরু বাবা রামদেব (Ramdev)। তাঁর দাবি, ভারত বনাম পাকিস্তান ম্যাচ জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করবে।

গত কয়েক বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও তলানিতে চলে গিয়েছে। ভারতের উপর একের পর এক সন্ত্রাসহানায় বারবার নাম উঠে এসেছে পাকিস্তানের। রামদেবের দাবি, এমন আবহে আর যাই হোক, ২২ গজে দুই দলের মুখোমুখি হওয়ার বিষয়টি সমর্থনযোগ্য নয়। নাগপুর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামদেব বলেন, “এই পরিস্থিতিতে ক্রিকেট ম্যাচের আয়োজন রাষ্ট্রধর্ম তথা জাতীয় স্বার্থের পরিপন্থী। কারণ খেলা আর সন্ত্রাসবাদ কোনওভাবেই একসঙ্গে চলতে পারে না।”

Advertisement

[আরও পড়ুন: গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু ইংল্যান্ডের]

উল্লেখ্য, একই কারণে গত একযুগ ধরে ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করা হয়নি। পাকিস্তানের তরফে একাধিকবার প্রস্তাব এলেও বারবার তাতে আপত্তি তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কেন্দ্রও সাফ জানিয়ে দিয়েছিল, সন্ত্রাসবাদ বন্ধ না হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কোনও প্রশ্নই ওঠে না। তাই শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টেই দুই দলের সাক্ষাৎ ঘটে। এবারও তেমনটাই হতে চলেছে। রবিবার দুবাইয়ে সম্মুখ সমরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে বাবা রামদেব মনে করছেন, বর্তমানে যেভাবে মাঝেমধ্যেই সীমান্ত উত্তপ্ত হয়ে উঠছে, রক্তাক্ত হচ্ছে ভারত, সেই অবস্থায় এই লড়াই জাতীয় স্বার্থের বিরোধী।

এদিকে, বলিউড তারকাদের মাদক যোগ নিয়েও মুখ খোলেন যোগগুরু। তাঁর মতে, যেভাবে বলিউডের তরুণ প্রজন্মের তারকারা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছেন, তা অত্যন্ত বিপজ্জনক। এই সেলেবদের অনেকেই আদর্শ বলে মানে। তাঁদের দেখেই অনুপ্রাণিত হয়। কিন্তু তাঁদের বদ অভ্যাস বারবার প্রকাশ্যে আসছে। ছবির জগৎতেই দায়িত্ব নিয়ে এই নোংরা সাফ করতে হবে বলে মত রামদেবের।

[আরও পড়ুন: শুরুতেই জমজমাট বিশ্বকাপের সুপার-১২, টানটান ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল অস্ট্রেলিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement