Advertisement
Advertisement
Mukesh Kumar

সিরিজের মাঝে ছুটি নিয়ে বিয়ের পিঁড়িতে বাংলার পেসার মুকেশ কুমার, পাত্রী কে জানেন?

দলের সঙ্গে কবে যোগ দেবেন মুকেশ?

India pacer Mukesh Kumar was granted leave for his marriage । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 28, 2023 8:11 pm
  • Updated:November 28, 2023 9:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুয়াহাটিতে হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টি-টোয়েন্টি। কিন্তু সেই ম্যাচে নেই মুকেশ কুমার (Mukesh Kumar)। জীবনের ‘নতুন ইনিংস’ শুরু করতে চলেছেন, সেই কারণে ছুটির জন্য আবেদন করেছিলেন মুকেশ। তাঁর আবেদন মঞ্জুর করা হয়েছে। ফলে সিরিজের মাঝপথেই বিয়ের পিঁড়িতে বসার জন্য চলে গিয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব রসিকতার সুরে বলেছেন, জীবনের ‘সব চেয়ে বড় খেলা’ খেলতে চলে গিয়েছে মুকেশ। তাঁর পরিবর্তে আবেশ খানকে দলে নেওয়া হয়েছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়েছে, বিয়ের জন্য মুকেশ কুমার ছুটি চেয়েছিল। তাঁর ছুটি মঞ্জুর করা হয়েছে। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে তিনি আবার দলের সঙ্গে যোগ দেবেন। 

মায়ের সঙ্গে মুকেশ।

মুকেশ কুমারের স্ত্রীর নাম দিব্যা সিং। তিনি বিহারের ছাপড়া জেলার বাসিন্দা। মুকেশ ও দিব্যার বিয়ে হবে গোরক্ষপুরের এক হোটেলে। ফেব্রুয়ারিতে বাগদান হয়েছিল তাঁদের।  এদিকে সোশাল মিডিয়ায় মুকেশের গায়ে হলুদ অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, মুকেশ ও দিব্যা গায়ে হলুদ অনুষ্ঠানে নাচছেন জনপ্রিয় ভোজপুরী গানের সঙ্গে। 
এদিকে আবেশ খান হাংঝৌয়ে এশিয়ান গেমস খেলেছিলেন। তার পরে এই প্রথম দেশের হয়ে খেলতে নামলেন। ভারতের টি-টোয়েন্টি দলে ফিরে এলেন দীপক চাহারও। 

Advertisement

[আরও পড়ুন: কলকাতা লিগে ম্যাচ গড়াপেটা হচ্ছে! IFA-কে তুলোধোনা মদন মিত্রর, ধরনায় বসার হুঁশিয়ারি]

 

বিশ্বকাপ ফাইনালে হারের পরে অজিদের বিরুদ্ধে প্রথম দুটো টি-টোয়েন্টি ম্যাচে ভারত হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। এদিকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু’টি ম্যাচ হেরে গেলেও দেশে ফিরে যাচ্ছেন স্টিভ স্মিথ-সহ ছয় ক্রিকেটারের। ভারতের বিরুদ্ধে সিরিজের মাঝপথেই অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন বিশ্বজয়ী দলের ক্রিকেটারেরা। শুধু থেকে গেলেন কাপযুদ্ধের ফাইনালে শতরান করা ট্রাভিস হেড। শেষ তিনটি ম্যাচ তাঁরা খেলবেন না। নতুন করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

[আরও পড়ুন: বালুরা চোর, বিশ্বাস করেন না মমতা, ‘গ্রেপ্তার হওয়া নেতাদের পাশে নেই দল’, উলটো সুর বাবুলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement